ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকা। শহরে চলাচলের রাস্তাঘাটের পাশাপাশি প্রবল বৃষ্টিতে ব্যাহত হচ্ছে দিল্লি এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম। ব্যাপক দুর্বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
রাতভর ব্যাপক আকারের বৃষ্টিপাতের ফলে ভারতের রাজধানী শহরটির বহু রাস্তাঘাট প্লাবিত হয়েছে। কিছু জায়গায় রাস্তায় গাছ উপড়ে পড়েছে বলেও খবর মিলেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রকাশিত খবরে বলা হয়, দিল্লি ও আশপাশের এলাকায় রাতভর ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের কারণে ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটেছে, রাস্তায় পানি জমে গেছে, বহু গাছ উপড়ে পড়েছে এবং হোর্ডিং উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে
বৃষ্টির মধ্যে ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বইতে থাকায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। রাত ৩টা ৫৯ মিনিটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানায়, আবহাওয়ার খারাপ পরিস্থিতির কারণে তাদের ফ্লাইট কিছু সময়ের জন্য বিঘ্নিত হচ্ছে।
এদিকে দিল্লির পাশাপাশি হরিয়ানা ও উত্তরাখণ্ডেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। যদিও ভারী বর্ষণের আগেই ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লি ও আশপাশের এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল।

এনআইয়ের খবরে বলা হয়েছে, দিল্লির মতিবাগ, মিন্টো রোড ও দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর আশপাশে প্রচণ্ড জলাবদ্ধতা দেখা গেছে।