দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এলো প্রতিক্ষার ঘোষণা। আগেই জানা হয়েছিল রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে আসছেন জাবি আলোন্সো। আজ সেই নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ নতুন কোচ হিসেবে জাবি আলোন্সোর নাম ঘোষণা করা হয়েছে। তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। চুক্তি অনুযায়ী, আগামী ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত লস ব্লাঙ্কোসদের কোচ থাকবেন তিনি।
আগামীকাল, ২৬ মে রিয়াল মাদ্রিদ সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে জাবি আলোনসোকে নতুন রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে ঘোষণা করা হবে। এর আগে, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জাবি আলোন্সোকে নিয়ে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করবেন।

কোচ হওয়ার আগে খেলোয়াড়ি জীবনেও রিয়াল মাদ্রিদের সঙ্গেই ছিলেন জাবি আলোন্সো। রিয়ালের সাদা জার্সিতে ২০০৯ থেকে ২০১৪ এর মাঝে মোট ২৩৬ ম্যাচ খেলেছেন জাবি আলোন্সো। ক্লাবের হয়ে জিতেছেন ৬ শিরোপা। জাতীয় দলের হয়ে জাবি জিতেছেন ২০১০ বিশ্বকাপ। সঙ্গে আছে ২০০৮ ও ২০১২ ইউরো ফাইনালের শিরোপা।
কোচিং ক্যারিয়ারের শুরুটাও রিয়াল মাদ্রিদ থেকেই। ২০১৮-১৯ মওসুমে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলের দায়িত্ব নেন জাবি। সেখান থেকেই গিয়েছেন জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে। সেখানে ইতিহাস গড়ে ফের জাবি আসছেন নিজের ক্লাব রিয়াল মাদ্রিদে।