সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সচিবালয়ে সঙ্কট নিরসনে ৮ সদস্যের সচিব কমিটি

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান সংকট নিরসনের জন্য ৮ সদস্যের সচিব কমিটি গঠন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে প্রধান করে গঠিত এ কমিটি বিক্ষোভরতদের সঙ্গে আলোচনায় বসবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবির।

তিনি জানান, সচিব কমিটি আমাদের সঙ্গে বসবে বলে জানিয়েছেন। তবে বৈঠক কখন হবে সেটি জানা যায়নি।

এদিকে নিরাপত্তাবলয় ভেঙে চতুর্থদিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের সময় কর্মকর্তা-কর্মচারীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কালে আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কাল আইন’, ‘এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘সচিবালয়ের কর্মচারী, এক হও এক হও’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন কর্মসূচির মধ্যে আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সচিবালয়ের গেটগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীদের সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানান কর্মচারীরা। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়ারা বলেন, কালাকানুন যুক্ত করে প্রণীত অধ্যাদেশ কেউ মানবে না। ১৯৭৯ সালের সরকারি চাকরির বিশেষ বিধান ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন। এই বাতিল বিধান পুনরুজ্জীবিত করার মানে নতুনভাবে বিতর্ক তৈরি করা। বর্তমান সরকার সেই কাজটিই করেছে। এর ফলে কর্মচারীদের অধিকার খর্ব হবে, তারা কর্মকর্তাদের রোষানলে পড়বে। কাজেই এই অধ্যাদেশ বাতিল করতে হবে। অন্যথায় যে কোনো মূল্যে এটা প্রতিহত করা হবে। প্রয়োজনে তারা আইন মন্ত্রণালয়ের সব রুমে তালা দেবেন বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান। তিনি...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই জাইদুল ও বাবা তরিকুল ১৫ দিন জেল খেটেছেন। স্বামী মমিন...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় মামলা ও গ্রেপ্তার আতংর্কে প্রায়...

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি।অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি...

সম্পর্কিত নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা,...