ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ (শুক্রবার) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলামের সঞ্চালনায় “প্রোডাক্টিভ রমাদান” শীর্ষক আলোচনা রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও সভার প্রধান আলোচক রিয়াজুল ইসলাম।
প্রধান আলোচক কিভাবে রমজানের বাকি দিনগুলো অধিক কার্যকর করার মাধ্যমে তাকওয়া, আত্মশুদ্ধি অর্জন এবং নিজেকে আগামী দিনগুলোর পরিপূর্ণ মুসলিম হিসাবে গঠন করা যেতে পারে, সেসব বিষয়ে আলোচনা রাখেন।
বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী জেনারেল থেকে উঠে আসার কারনে প্রোডাক্টিভ রমাদান বিষয়ে তেমন কোনো ধারনা থাকেনা বিধায় এই আয়োজন বলে জানান তিনি।