রাজধানীর পল্লবী মেট্রো স্টেশনে জাল টাকা দিয়ে টিকিট কেনার সময় একজনকে আটক করা হয়েছে। পরে পল্লবী থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম (২৮)।
বুধবার (২৮ মে) দুপুরে এসব তথ্য জানান এমআরটি পুলিশের পরিদর্শক (অ্যাডমিন) সোহেল চৌধুরী।
তিনি বলেন, পল্লবী স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টাকালে শরীফুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে জাল টাকার নোট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।
মেট্রোরেল স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে ছেঁড়া-কাটা ও জাল নোট গ্রহণ করে না। এতে জাল টাকা শনাক্তকারী মেশিনও রয়েছে। ঈদকে কেন্দ্র করে জাল নোট চক্রের তৎপরতার চেষ্টা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।