রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নারীকে লাথি মারা আকাশকে বহিষ্কার করল জামায়াত

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মারায় ঘটনায় স্যোশাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার পর আকাশ চৌধুরীকে নিজেদের কর্মী স্বীকার করে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত।

গতকাল শুক্রবার (৩০ মে) ওই ঘটনার নিন্দা জানিয়ে মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণিত দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

‘সেদিন প্রেস ক্লাবে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচি সম্পর্কে আমরা পূর্ব থেকে অবগত ছিলাম না। সুতরাং আমাদের কোনো স্তরের জনশক্তিকে সেখানে যাওয়ার নির্দেশ দেওয়ার প্রশ্নই ওঠে না। সেদিন সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াতের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। অতএব, এই ঘটনার কোনো দায়দায়িত্ব জামায়াত বহন করবে না। সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় কেবলমাত্র সেখানে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর বর্তায়।’

চট্টগ্রাম মহানগর জামায়াত আরও জানায়, আকাশ চৌধুরী নামের সংগঠনের একজন কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে উপস্থিত হয়ে যে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে, তা চরমভাবে নিন্দনীয়। একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী দেশব্যাপী পরিচিত।

‘একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নই। তাই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং উপর্যুক্ত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।’

উল্লেখ্য, গত বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের ডাকা মানববন্ধনে হামলা চালায় শাহবাগবিরোধী ঐক্য। এতে অন্তত ১৫ জন আহত হন। এদিন একজন নারীকে লাথি মারার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় সমালোচনা। লাথি মারা ওই যুবকের নাম আকাশ চৌধুরী। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকার নেছার আহদের ছেলে। এর আগে তার বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুয়াকাটায় অবৈধ বালু উত্তোলনে হাতেনাতে ধরা, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

ফেরদাউসু শুভ, পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড...

কুমিল্লা লালমাইয়ে এলাকাবাসীর সাথে চা চক্র অনুষ্ঠানে সাইফুর সাগর

তাছলিমা লিয়া, কুমিল্লা :কুমিল্লা সদর দক্ষিণের লালমাইয়ে মাতৃভূমিতে এলাকাবাসীর সাথে সন্ধ্যাকালীন চা চক্র সারলেন ফেস দ্যা পিপলের সম্পাদক জনাব সাইফুর রাহমান সাগর। এই সন্ধ্যাকালীন...

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে: মায়েদ

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ডাকসুর প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।শনিবার (৬...

পটুয়াখালীতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ মাহবুব (৩৫)। তিনি চরবিশ্বাস...

সম্পর্কিত নিউজ

কুয়াকাটায় অবৈধ বালু উত্তোলনে হাতেনাতে ধরা, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

ফেরদাউসু শুভ, পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে...

কুমিল্লা লালমাইয়ে এলাকাবাসীর সাথে চা চক্র অনুষ্ঠানে সাইফুর সাগর

তাছলিমা লিয়া, কুমিল্লা :কুমিল্লা সদর দক্ষিণের লালমাইয়ে মাতৃভূমিতে এলাকাবাসীর সাথে সন্ধ্যাকালীন চা চক্র সারলেন...

অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে: মায়েদ

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ডাকসুর প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন...