বিগত কয়েকদিন ধরেই ফেসবুকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন হয়ে ওঠা এই অভিনেত্রী এবার কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা নিয়েও।
নিজের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বাঁধন দাবি করেছেন, গত সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত নির্বাচনের সাক্ষী ছিলেন তিনি। ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন অভিনেত্রী। স্ট্যাটাসে বাঁধন জানান, শেখ হাসিনার সরকারের নির্বাচন ছিল দুর্নীতি ও প্রভাব খাটানো নির্বাচন।
তিনি বলেন, ‘আমি চাই না আসন্ন জাতীয় নির্বাচনে আবারও সেই একই রাজনৈতিক কৌশল দেখতে। আমি নিজে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের দুর্নীতি ও প্রভাব খাটানোর ঘটনাগুলোর সাক্ষী। সত্যি বলতে কিছুটা অংশগ্রহণকারীও ছিলাম। কারণ, আমি তখন প্রচারণায় যুক্ত ছিলাম এবং গত সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির খুব কাছাকাছি ছিলাম। ফলে আমি নিজ চোখে দেখেছি কীভাবে সিদ্ধান্ত নেওয়া হতো এবং এই সিস্টেম কীভাবে আপস করত।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ক্ষমতাসীন দল প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, যা ছিল অত্যন্ত অনৈতিক ও অন্যায্য। এটি জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, গণতন্ত্রকে দুর্বল করেছে এবং আমাদের ভবিষ্যতের ওপর একটি স্থায়ী ছাপ রেখে গেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নিজের প্রত্যাশার কথাও একই পোস্টে লেখেন বাঁধন, এবার আমি আন্তরিকভাবে আশা করি নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের ওপর ভিত্তি করে সরকার একটি ভিন্ন পথ বেছে নেবে। একটি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন শুধু জনগণের দাবি নয়, এটি একটি শক্তিশালী উপহার- যা বাংলাদেশের মানুষকে দিতে পারে এই সরকার।
সবশেষে বাঁধন বলেন, আমাদের স্বচ্ছতা প্রাপ্য। আমরা জবাবদিহি আশা করি। আমরা এমন একটি ভবিষ্যৎ চাই। যা সত্য দিয়ে গঠিত, ষড়যন্ত্র দিয়ে নয়।