বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মাঠে উত্তেজনা, রদ্রিগেজকে মেসি: ‘তুমি অনেক বেশি কথা বলো’

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা ও কলম্বিয়ার খেলা শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। তবে মাঠের ফলাফলের পাশাপাশি আলোচনায় এসেছে লিওনেল মেসি ও হামেস রদ্রিগেজের মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময়।

বুধবার (১১ জুন) আর্জেন্টিনার বুয়েনস আইরেসের এস্তাদিও মাস মনুমেন্টালে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় কলম্বিয়া। ২৪ মিনিটে দুর্দান্ত এক গোল করেন লুইস দিয়াজ। ম্যাচের ৮১ মিনিটে সমতা ফেরান থিয়াগো আলমাদা। তবে ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায়, শেষ ২০ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

এর আগে, গত বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল কলম্বিয়া। সেই ম্যাচের রেফারিং নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন হামেস রদ্রিগেজ। তিনি দাবি করেছিলেন, রেফারির পক্ষপাতের কারণেই তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। তার এই মন্তব্যই নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

কলম্বিয়ার বিপক্ষে চলতি ম্যাচে মেসিকে দেখা যায় রদ্রিগেজের সঙ্গে মুখোমুখি তর্কে জড়াতে। স্প্যানিশ সংবাদমাধ্যমকে জানায়, মেসি রদ্রিগেজকে বলেন, “তুমি বলেছ, রেফারিরা আমাদের সাহায্য করেছে ফাইনালে? তুমি অনেক বেশি কথা বলো।” জবাবে রদ্রিগেজ বলেন, “আমি কিছু বলিনি।”

ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয়ার্ধে। দুজনই তখন কিছু সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলেন। ম্যাচ শেষে সাংবাদিকরা রদ্রিগেজকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “মাঠের ঘটনা মাঠেই থাকুক।”

এদিন শুরুর একাদশেই ছিলেন মেসি। প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে কিছুটা চুপসে যান তিনি। এনজো ফার্নান্দেজের লাল কার্ডের পর কোচ লিওনেল স্ক্যালোনি তাকে তুলে নেন। পরে কোচ জানান, মেসির নিজ থেকেই মাঠ ছাড়ার ইচ্ছা ছিল, “সাধারণত সে নিজে উঠে যেতে চায় না। তবে এবার সে বুঝেছিল আমাদের আরও পরিকল্পনা আছে। তাই বলল, তাকে তুলে নিতে।”

মেসিকে উঠিয়ে নেওয়ার পরই থিয়াগো আলমাদার গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত জয় আসেনি।

এখন সাময়িক বিরতিতে যাচ্ছে স্ক্যালোনির দল। সেপ্টেম্বরে ফের শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচ। প্রতিপক্ষ—ভেনেজুয়েলা ও ইকুয়েডর।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

এক ইলিশের দাম প্রায় ৯ হাজার,  নিলামে হুলস্থুল আলীপুর মৎস্য বন্দর

ফেরদাউস শুভ, পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলে রইজুল মাঝির জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক বড় আকৃতির রুপালি ইলিশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)...

বন কর্মকর্তার ১৭ স্ত্রী থাকার অভিযোগ, স্ত্রীদের মানববন্ধন

সাজ্জাত বিশ্বাসনারী নির্যাতনকারী ও দুর্নীতিবাজ বরিশাল বন বিভাগের উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও সুসীল সমাজ। মানবন্ধনে থাকা...

রাজনীতি নিষিদ্ধ গকসুর রাজনৈতিক ভিপি প্রার্থীরা

গবি সংবাদদাতাগণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রাজনীতি নিষিদ্ধ থাকলেও আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন নেওয়া একাধিক প্রার্থীর রাজনৈতিক সংগঠনের সঙ্গে...

রাজনীতিমুক্ত ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের নিয়ে শিবিরের আলোচনা সভা

‎পাবিপ্রবি প্রতিনিধিপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অভ্যন্তরে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও হঠ্যাৎ করেই শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।গতকাল বুধবার...

সম্পর্কিত নিউজ

এক ইলিশের দাম প্রায় ৯ হাজার,  নিলামে হুলস্থুল আলীপুর মৎস্য বন্দর

ফেরদাউস শুভ, পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলে রইজুল মাঝির জালে ধরা পড়েছে আড়াই...

বন কর্মকর্তার ১৭ স্ত্রী থাকার অভিযোগ, স্ত্রীদের মানববন্ধন

সাজ্জাত বিশ্বাসনারী নির্যাতনকারী ও দুর্নীতিবাজ বরিশাল বন বিভাগের উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী...

রাজনীতি নিষিদ্ধ গকসুর রাজনৈতিক ভিপি প্রার্থীরা

গবি সংবাদদাতাগণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রাজনীতি নিষিদ্ধ থাকলেও আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ভাইস...