মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ছাত্রদলের কমিটিতে একাধিক ছাত্রলীগ কর্মী, সমালোচনার মুখে পদ স্থগিত

হযরত আলী, নাটোর প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ পাঁচ পদে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠলে অভিযুক্ত নেতাদের পদ স্থগিত করা হয়।

গত সোমবার রাতে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের ২১ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল ও সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন স্বাক্ষরিত কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

নতুন কমিটির সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ কমপক্ষে পাঁচজনের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিতে থাকেন নেটিজেনরা। তারা এসব পোস্টের সমর্থনে বিগত দিনে ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিং ও নেতাদের সাথে চলাফেরা এবং তাদের প্রকাশ্যে অংশগ্রহণের ছবিও শেয়ার দেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জোনাইল বাজারে আনন্দ মিছিল হয়। এ সময় পথসভায় বক্তব্যকালে নবগঠিত ছাত্রদলের সদস্য সচিব সাব্বির হোসেন ‘আমরা ছাত্রলীগ কর্মী’ বলেন। পরে অন্যরা সেটা শুধরে দেন। ওই বক্তব্যের ভিডিও স্থানীয়ভাবে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

সমালোচনার মুখে গতকাল বুধবার সদস্য সচিব সাব্বির হোসেন, যুগ্ম আহ্বায়ক রমজান আলী এবং সদস্য আব্দুল্লাহ, সাগর ও জাফর আলীর পদ স্থগিত করে উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তুষার হাসান নামে এক ছাত্রদল নেতা বলেন, ২১ সদস্যের কমিটিতে কমপক্ষে ১২ জনই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। তাদের এভাবে ছাত্রদলে অনুপ্রবেশের সুযোগ দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল জানান, পথসভায় একটি বেফাঁস বক্তব্য দেওয়া ও নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় পাঁচজনের পদ স্থগিত করা হয়েছে। তদন্ত শেষে তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে আল আমিন (৪০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা স্ট্রোক করে মারা গেছেন। মঙ্গলবার...

‘সবাই বিজয় উল্লাস করছে আর আমরা আমাদের প্রিয়জন হারানোর শোকে ভুগছি’

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে যখন স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে। ওইদিন কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন সেলিম তালুকদার।ব্র্যাক...

জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে আগতদের তল্লাশির পরে...

এক ঘন্টা বিলম্বে রাজশাহী ছাড়ে বিশেষ ট্রেন

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা অভিমুখে যাত্রার জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেন ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঘণ্টাখানেক দেরিতে রাজশাহী রেলস্টেশন ছেড়েছে। ট্রেনের মান...

সম্পর্কিত নিউজ

জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে আল আমিন...

‘সবাই বিজয় উল্লাস করছে আর আমরা আমাদের প্রিয়জন হারানোর শোকে ভুগছি’

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে যখন স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে।...

জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউতে নিশ্ছিদ্র নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে...