বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

“৩ মন্ত্রণালয় চালানোর পরেও কোনো মিডিয়া জামায়াতের ১ টাকার দুর্নীতি পায়নি”

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলা জামায়াতের আমীর ও গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, ৩টি মন্ত্রণালয় চালানোর পরেও দেশি-বিদেশি কোনো মিডিয়া জামায়াতের মন্ত্রীদের থেকে ১ টাকারও দুর্নীতি পায় নাই।

শুক্রবার গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীরে উদ্যোগে ঈদ পুনির্মিলনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গাজীপুর সদর উপজেলার হাজী রমজান আলী মুন্সী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

ভাওয়ালগড় ইউনিয়ন সভাপতি মোঃ ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাজীপুর জেলা জামায়াতের আমীর ও গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম।

আজিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাওঃ মোহাম্মদ উল্লাহ। পুনর্মিলনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দিগন্ত শিল্পী।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ জাহাঙ্গীর আলম পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে গাজীপুর-৩ আসনকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গঠনে সকলের সহযোগিতা চান।

তিনি বলেন- জামায়াতে ইসলামী ৩টি মন্ত্রণালয় চালানোর পরেও দেশি-বিদেশি কোনো মিডিয়া জামায়াতের মন্ত্রীদের থেকে ১ টাকারও দুর্নীতি পায় নাই। তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় পায় নাই, তারা পৃথিবীর যিনি স্রষ্টা সেই রাব্বুল আলামীনের ভয়ে ভীত ছিলো। এইজন্য তারা দুনিয়াতে কোনো দুর্নীতি অন্যায় না করে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সংসদে যেতে পারে, এখানে বিজয়ী হতে পারলে আমি ওয়াদা করতে চাই, বাংলাদেশের অন্য এলাকায় কি হবে আমি জানিনা, কিন্তু আমাদের এই এড়িয়ার মধ্যে দুর্নীতি নামে কোনো শব্দকে স্থান দেওয়া হবে না। চুরি-ডাকাতি যারা করে, তাদের এই এরিয়ায় কোন স্থান হবে না।

তিনি আরও বলেন- মাদক ব্যবসা এবং মাদক সেবন এই এলাকার বড় একটা সমস্যা। একজন মাদক সেবী একটি পরিবারকে নয় একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে। এই কাজটি জেনে বুঝে ৭১ থেকে ২৪ পর্যন্ত যারা দেশ চালিয়েছে, প্রত্যেক দলের নেতারাই মাদক কারবারীদেরকে লালন পালন করে, তাদের থেকে কমিশন খায়। মাদকের বিরুদ্ধে বড় বড় কথা বলে, কিন্তু মাদকের কমিশন ছাড়া তাদের চলে না। আমরা যদি এই এলাকার দায়িত্ব পাই, এক নাম্বার অগ্রাধিকারের ভিত্তিতে আমরা মাদকমুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর জেলা জামায়াতের শিক্ষা সচিব মাওঃ মোহাম্মদ উল্লাহ বলেন- এ দেশের নাবালক, ছোট ছোট ছেলে-মেয়েরা ২০২৪ সালে আমাদেরকে একটি নতুন স্বাধীনতা এনে দিয়েছে। সেই নতুন স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ যখন অপেক্ষা করছে, তখন বাংলাদেশের রাজনীতি কুমিরের হাত থেকে বাঘের হাতের দিকে যাওয়া শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘যাদের ঘোষণা ছিলো ঈদের পরে আন্দোলন, সেই তারাই আজকে বাংলাদেশের সকল লঞ্চ-ঘাট, টেম্পু স্ট্যান্ড, গার্মেন্টসের ঝুট ব্যবসা সকল কিছু দখলদারির রাজনীতি শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে, মাছুম বাচ্চারা ফ্যাসীবাদকে দূর করেছে একটি শান্ত, শৃঙ্খল সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য। এই বাংলাদেশের মানুষ হরেক রকমের শাসন দেখেছে। কোনো শাসনই বাংলাদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে নি । বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। এইবার বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। বিগত নয় মাসে বাংলাদেশের চাঁদাবাজের কেউ টেম্পুস্ট্যান্ড, কেউ গার্মেন্টস, কেউ প্রশাসন দখল করেছে। কিন্তু বাংলাদেশ জামায়াতে এই দেশের মানুষের মনকে জয় করার চেষ্টা করে যাচ্ছে।’

বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রফেসর আব্দুল বারী, মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার সুপার এ,কে,এম, আব্দুর রহমান, ডাঃ সোহরাব হোসেন শেখ ফাহাদ, বিশিষ্ট শিল্পপতি ও জামায়াতে ইসলামী ভাওয়ালগড় ইউনিয়ন শাখার যুব বিভাগের সভাপতি মোফাজ্জল হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাও. রফিকুল ইসলাম প্রমুখ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোঃ সিদ্দিক আকন্দ, আতিক বিএসসি, আজিজুল ইসলাম, জয়নাল আবেদীন সহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ।

আজহারুল ইসলাম,

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া ও ক্ষেমিড়দিয়া গ্রামে বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন দুই যুবক। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা...

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০:৩০ মিনিটের সময় দরজা...

বিল দখল করে কোটি টাকার মাছ চুরির অভিযোগ কৃষকলীগ নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে।মঙ্গলবার(১২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহরের একটি...

পাকিস্তান সেনাপ্রধানকে বিন লাদেনের সঙ্গে তুলনা পেন্টাগন কর্মকর্তার

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণবিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। তাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন তিনি।মঙ্গলবার...

সম্পর্কিত নিউজ

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া ও ক্ষেমিড়দিয়া গ্রামে বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন দুই...

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) মরদেহ উদ্ধার...

বিল দখল করে কোটি টাকার মাছ চুরির অভিযোগ কৃষকলীগ নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে কৃষকলীগের সাধারণ...