দখলদার ইসরায়েলি বাহিনী এবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা চালিয়েছে।
রোববার (১৫ জুন) মধ্যরাতে হামলা চালানো হয়। তবে এই হামলায় সদরদপ্তরের একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ।
দখলদার বাহিনী একই এলাকায় অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকটি ভবনেও হামলা চালিয়েছে। ওই ভবনটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এখনও কোনো ইরানি সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
ইরান রাতজুড়ে দফায় দফায় চালানো হামলার মধ্যেই দখলদাররা ইরানের রাজধানী তেহরানের শাহরান তেল ডিপোতেও ভয়াবহ হামলা চালায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, তেল ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো কাজ করছেন উদ্ধারকারীরা।
এদিকে, ইসরায়েলের বন্দর নগরী হায়ফা লক্ষ্য করে হামলা চালায় ইরান। ওই হামলায় সেখানকার তেল শোধনাগারকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড একটি বিবৃতিতে জানায়, হায়ফাতে ইসরায়েলের যুদ্ধবিমানের তেলক্ষেত্রে হামলা চালানো হয়েছে। তারা সতর্কতা দিয়েছে, যদি ইরানের আর কোনো জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয় তাহলে তারা এর জবাব দেবে।
ইরানের নতুন হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হায়ফার পাশের শহর তামরা। এ শহরটিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া আহত হয়েছেন আরও ১৪ জন।