বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

দুই আইনজীবীর বিরুদ্ধে আদালতের স্টেনোটাইপিস্টের মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

লক্ষ্মীপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এর স্টেনোটাইপিস্ট মো. আশরাফুজ্জামানকে মারধরের ঘটনায় দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন আইনজীবী আশিকুর রহমান ও মিরাজ উদ্দিন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সদর আদালতের বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান।

সোমবার (১৬ জুন) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা ইমারান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৫ জুন) রাতে আহত আশরাফুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযুক্ত আইনজীবী আশিক লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকার আলী আজ্জমের ছেলে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এবং মিরাজ রামগতি উপজেলার চরসীতা গ্রামের হরমুজুল হকের ছেলে।

এজাহার উল্লেখ করা হয়, ঈদের ছুটি শেষে রোববার আদালতের প্রথম কার্যদিবস ছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযুক্ত আইনজীবী মিরাজ ও আশিক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এর এজলাসে আসে। একপর্যায়ে তারা চিৎকার চেচামেচি করে জোরপূর্বক বিচারপ্রার্থীদেরকে বের করে দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু বিচারপ্রার্থীরা বের হতে অস্বীকার করে। এতে অভিযুক্তরা এজলাসের দরজা বন্ধ করে দেয় ও পরে লাথি মেরে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। এ সময় স্টেনোটাইপিস্ট আশরাফুজ্জামান ও জারিকারক আনোয়ার হোসেন সুমন তাদেরকে বাধা দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তারা আশরাফুজ্জামানের মাথায় আঘাত করে। আইনজীবী আশিকের আঘাতে তার বাম চোখের কোনায় রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে তার পরনে থাকা জামা ছিঁড়ে ফেলে। তাকে বাঁচাতে এলে জারিকারক সুমনও মারধরের শিকার হয়।

আদালত সূত্র জানায়, গত ৬ জুন সদর মডেল থানায় লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী আবু তৈয়ব একটি চুরির মামলা দায়ের করে। এতে রায়পুর প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আহমেদ কাউসার উদ্দিন জামান ও ট্রাক চালক রুবেল হোসেন গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। ৯ জুন তারা আদালতে জামিন প্রার্থনা করেন। সেখানে উল্লেখ করা হয়- মামলার বাদি আইনজীবী, এজন্য আদালতে আসামিদের পক্ষে কোন আইনজীবী জামিন শুনানিতে অংশ নেয়নি। আইনজীবী না পেয়ে জামিন শুনানির জন্য আসামিরা লক্ষ্মীপুর লিগ্যাল এইড অফিসে আইনী সহায়তা চায়। সেখান থেকে দুইজন আইনজীবীকে শুনানি করতে বলা হলেও তারা হেনস্তার ভয়ে জামিন শুনানিতে অংশ নেননি। ১০ জুন সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক এম সাইফুল ইসলাম আসামিদের জামিন মঞ্জুর করেন। ওই ঘটনাকে কেন্দ্র করেই রোববার আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেয়। এতে আদালতের কার্যক্রম চলাকালে তারা এসে বাধা সৃষ্টি করে। পরে তারা কর্মচারীদের ওপর হামলা চালায়।

আইনজীবী আশিকুর রহমান বলেন, আদালত বর্জনের বিষয় জানাতে আমরা এজলাসে যাই। এ ঘটনা স্টেনোটাইপিস্টসহ কর্মচারীরা আমাদের ওপর হামলা করে। আমাকেই তারা প্রথম আঘাত করেছে। আমি কাউকে আঘাত করিনি।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক উল্যাহ বলেন, আইনজীবীদের বিরুদ্ধে মামলার ঘটনাটি নিয়ে এখনো আমরা কোন সিদ্ধান্ত নিইনি। মামলা নিয়ে অফিসিয়ালভাবে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমরা চাই না কোর্টের পরিস্থিতি উত্তপ্ত হোক।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া ও ক্ষেমিড়দিয়া গ্রামে বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন দুই যুবক। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা...

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০:৩০ মিনিটের সময় দরজা...

বিল দখল করে কোটি টাকার মাছ চুরির অভিযোগ কৃষকলীগ নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে।মঙ্গলবার(১২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহরের একটি...

পাকিস্তান সেনাপ্রধানকে বিন লাদেনের সঙ্গে তুলনা পেন্টাগন কর্মকর্তার

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণবিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। তাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন তিনি।মঙ্গলবার...

সম্পর্কিত নিউজ

কুষ্টিয়ার ভেড়ামারায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া ও ক্ষেমিড়দিয়া গ্রামে বজ্রপাতের আঘাতে প্রাণ হারিয়েছেন দুই...

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫) মরদেহ উদ্ধার...

বিল দখল করে কোটি টাকার মাছ চুরির অভিযোগ কৃষকলীগ নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে কৃষকলীগের সাধারণ...