মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

গণভোটসহ আরও যেসব ইস্যুতে সরব ইসলামি আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত না হলে প্রয়োজনে গণভোটে যেতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, আজকের বৈঠকে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, কিছু রাজনৈতিক সংগঠন যারা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বকীয়তা, স্বাধীনতা ও শক্তিশালীকরণের কথা বলতেন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপরে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ বন্ধের কথা বলতেন তারাও আজকে এনসিসি (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) গঠনের প্রস্তাবের বিরোধীতা করেছেন। কেউ কেউ বলতে চাইছেন, এটা এখন গঠন না করে পরে গঠন করা যেতে পারে। বিশেষ করে বামপন্থি কিছু সংগঠন এমন অবস্থান নিয়েছে। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারই শুধু নয় বরং স্বাধীনতার পর অতীতের সব সরকারই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত ও দলীয়করণ করেছে। সেটা রোধ করার জন্যই এনসিসির প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিটি। এনসিসি নির্বাহী বিভাগের ওপর কোনো হস্তক্ষেপ করবে না। বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান ও সদস্য নিয়োগে কাজ করবে। বাংলাদেশের অতীত বিবেচনায় দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে এনসিসি জরুরি। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেই লিখিতভাবে এর প্রতি সমর্থন জানিয়েছিল। আজকেও আমরা তার পুনর্ব্যক্ত করেছি। তবে এনসিসির কাঠামোর মধ্যে রাষ্ট্রপতির অন্তর্ভুক্তির বিষয়ে আমরা ভিন্ন মত দিয়েছি।

তিনি বলেন, এনসিসি সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্য ও প্রধান নিয়োগে রাষ্ট্রপতির কাছেই প্রস্তাব দেবে। তো রাষ্ট্রপতি নিজেই এনসিসির অংশ হলে সেটা বেমানান হয়। রাষ্ট্রপতিকে এনসিসির বাইরে এই কারণেও রাখা দরকার যেন এনসিসির কোনো বিষয়ে সমস্যা হলে অন্তত রাষ্ট্রপতির কাছে যাওয়া যায়। তবে প্রধান বিচারপতি অথবা বিচার বিভাগ থেকে একজন এনসিসির সদস্য করার ব্যাপারে ইসলামী আন্দোলন মতামত দিয়েছে।

আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের প্রধান দাবিই হলো, দেশকে আগামীর যে কোনো স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করা। আগামীতে আর কোনো স্বৈরাচার যাতে জেঁকে বসতে না পারে সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার হতেই হবে। এতে যদি কোনো রাজনৈতিক দল দ্বিমত করে বা রাজনৈতিক দলগুলো যদি একমত না হয় তাহলে এই ধরনের মৌলিক সংস্কারের জন্য গণভোটে যেতে হবে। কারণ রাজনৈতিক দলগুলো দেশের জনমতকে ধারণ করে এটা সত্য কিন্তু যদি স্বৈরতন্ত্রের পথ উন্মুক্ত রাখার মতো কোনো বিষয় সামনে আসে তাহলে জনগণকে সরাসরি মতামতে অন্তর্ভুক্ত করতে হবে। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে মৌলিক ও প্রয়োজনীয় সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে গণভোটে যেতে হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই যুগ্ম মহাসচিব অংশ নিয়েছেন। সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঙ্গে ছিলেন আরেক যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ফজলুর পাশে দাঁড়ালেন রনি, বললেন ‘শোকজ নয়, সম্মান দিন’

বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কেন্দ্র করে। তার একটি সাম্প্রতিক বক্তব্য ‘উদ্ভট...

চারুকলায় শিবিরের ফেস্টুন ভাঙচুর, দাবি কালচারাল ফ্যাসিস্টের কাজ

ঢাবি প্রতিনিধিকালচারাল ফ্যাসিস্টরা ছাত্রশিবিরের ডাকসু প্রচারণার ফেস্টুন বিকৃত করেছে বলে দাবি করেছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন,...

তৌহিদ আফ্রিদির জন্য দরদ প্রকাশে ক্ষুব্ধ অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী হারানো জুলাই শহীদের স্ত্রী

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে। ওইদিন কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন সেলিম তালুকদার।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে...

কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে হত্যা, গ্রেফতার দুই 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরশাদিপুর গ্রামে  এক মানসিক ভারসাম্যহীন নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।সোমবার (২৫ আগস্ট) সকালে চরশাদিপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার...

সম্পর্কিত নিউজ

ফজলুর পাশে দাঁড়ালেন রনি, বললেন ‘শোকজ নয়, সম্মান দিন’

বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর...

চারুকলায় শিবিরের ফেস্টুন ভাঙচুর, দাবি কালচারাল ফ্যাসিস্টের কাজ

ঢাবি প্রতিনিধিকালচারাল ফ্যাসিস্টরা ছাত্রশিবিরের ডাকসু প্রচারণার ফেস্টুন বিকৃত করেছে বলে দাবি করেছেন শিবির সমর্থিত...

তৌহিদ আফ্রিদির জন্য দরদ প্রকাশে ক্ষুব্ধ অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী হারানো জুলাই শহীদের স্ত্রী

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে। ওইদিন কর্মস্থলে...