বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহীবাসীকে সুখবর দিলেন বিসিবি সভাপতি

রাজশাহী প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, রাজশাহী অঞ্চলে প্রিমিয়ার লিগ চালুর পরিকল্পনা করছে বোর্ড। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ এবং দেশজুড়ে খেলাটিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব–১২ সিক্স–এ–সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি।

তিনি বলেন,“আমরা দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। এজন্য বিকেন্দ্রীকরণের পথে হাঁটছি। রাজশাহীতে প্রথম শ্রেণির ক্রিকেট হয় মাঝে মধ্যে। তবে আমরা বৃহত্তর রাজশাহী অঞ্চলে একটি পূর্ণাঙ্গ প্রিমিয়ার লিগ চালু করব। এখানকার ক্রিকেটকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করতে চাচ্ছি।”

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নয়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন আমিনুল বুলবুল। তার ভাষায়, “আমরা টেস্ট ক্রিকেটকে সামনে নিয়ে যেতে চাই। এটা এক ধরনের লঞ্চপ্যাড। গতকাল খুলনায় এবং আজ রাজশাহীতে মানুষ যেভাবে টেস্ট ক্রিকেটকে গ্রহণ করেছে, তাতে আমরা উৎসাহিত। বাংলাদেশ ইতোমধ্যে পূর্ণ আইসিসি সদস্য এবং ২৫ বছর ধরে টেস্ট খেলছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

বিকেন্দ্রীকরণ প্রসঙ্গে বিসিবি সভাপতি আরও বলেন,“আমরা দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট বিস্তারে কাজ করছি। রাজশাহীতে আরও বেশি ম্যাচ আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি এবং এখান থেকে জাতীয় দলে খেলোয়াড় তুলে আনাই আমাদের লক্ষ্য।”

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের পরিকাঠামোর প্রশংসা করে তিনি বলেন, “এ রকম সুন্দর আউটফিল্ড অনেক দেশেই নেই। উইকেটও দারুণ। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাইয়ের নেতৃত্বে এখানে চমৎকার একটি পরিকাঠামো গড়ে উঠেছে। সারা দেশে যদি এমন সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে ক্রিকেটের ভিত্তি আরও শক্ত হবে।”

রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, ঘরোয়া ক্রিকেটে তাদের অংশগ্রহণ বাড়ানো হোক এবং স্থানীয় খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হোক। বিসিবি সভাপতির এই ঘোষণায় রাজশাহীর ক্রিকেটপ্রেমীরা নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেয়া ও নিজস্ব দালাল চক্রের সদস্যের ভিডিও ধারণের সময় সাংবাদিকদের উপরে হামলা করে মোবাইল ফোন ছিনিয়ে...

বেরোবিতে অনুমোদনবিহীন ভর্তি: অনিশ্চয়তায় ২০৫ গবেষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরালের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না থাকলেও ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২০৫...

খালেদা জিয়া: বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক 

বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের দ্বন্দ্ব সবসময়ই একটি কেন্দ্রীয় বিষয়। এই দ্বন্দ্বের ভেতর দিয়ে একদিকে যেমন জনগণের মুক্তিকামী চেতনা উন্মোচিত হয়েছে, অন্যদিকে আবার বারবার...

গিয়াসউদ্দিন তাহেরীর নামে হেফাজত ইসলামের মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীসহ ১৬জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০জন কে আসামি করে  হেফাজত ইসলামের বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ...

সম্পর্কিত নিউজ

পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেয়া ও নিজস্ব দালাল চক্রের সদস্যের...

বেরোবিতে অনুমোদনবিহীন ভর্তি: অনিশ্চয়তায় ২০৫ গবেষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরালের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

খালেদা জিয়া: বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক 

বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের দ্বন্দ্ব সবসময়ই একটি কেন্দ্রীয় বিষয়। এই দ্বন্দ্বের ভেতর দিয়ে...