বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ম্যারাডোনার ছবি পোস্ট করে কী ইঙ্গিত দিলেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

গত মৌসুমে একাধিকবার খবরটি সামনে এসেছিল। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, পরের মৌসুমে লামিনে ইয়ামালের গায়েই উঠতে যাচ্ছে বার্সেলোনার ১০ নম্বর জার্সি। এমনকি গত মাসের শেষ দিকেও ইয়ামালের গায়ে লিওনেল মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি তুলে দেয় একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম। সেই খবরটিই বোধ হয় এবার সত্যি হতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইয়ামালের একটি ইনস্টাগ্রাম পোস্ট সেই বার্তাই যেন দিয়ে দিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি ছবি পোস্ট করেছেন ইয়ামাল। প্রথম ছবিতে দেখা যায় বার্সেলোনার ১০ নম্বর জার্সি পরা ডিয়েগো ম্যারাডোনাকে এবং দ্বিতীয় ছবিতে দেখা যায় বার্সার ১৯ নম্বর জার্সি পরা ইয়ামালকে। দ্বিতীয় ছবির ক্যাপশনে ইয়ামাল লিখেছেন, ‘আমার নম্বর, আমার ইতিহাস।’ এর মধ্য দিয়ে ইয়ামাল হয়তো ১৯ নম্বরকে বিদায় জানিয়ে ১০ নম্বরকে আপন করার কথাটাই জানিয়ে দিলেন।

২০২০-২১ মৌসুম শেষে মেসি বার্সেলোনা ছাড়ার পর সবার চোখ ছিল ১০ নম্বর জার্সিটার দিকে। বিদায়ের আগ পর্যন্ত এই জার্সি পরেই একের পর এক ইতিহাস গড়েছেন মেসি। ফলে এই জার্সি পরা যেমন সৌভাগ্যের, তেমনি চাপেরও। মেসির পর এই জার্সি পেয়ে সেই চাপ নিতে পারেননি আনসু ফাতি।

শুরুতে আশা জাগালেও চোট ও ছন্দহীনতা ফাতিকে রীতিমতো কোণঠাসা করে দেয়। ধারে বায়ার্ন মিউনিখ ও ব্রাইটনে ঘুরে এলেও বার্সায় থিতু হওয়া হয়নি তার। এখন জোর গুঞ্জন আছে বার্সা ছেড়ে ফাতির মোনাকোয় যাওয়ার। এমন পরিস্থিতিতে ফাতির স্থলাভিষিক্ত হয়ে ইয়ামালই আগামী মৌসুম থেকে পরতে যাচ্ছেন ১০ নম্বর জার্সি।

শুধু অবশ্য মেসি নন, মেসির আগে রোনালদিনিও, হুয়ান রোমান রিকেলমে, রোমারিও এবং রিভালদোর মতো কিংবদন্তিরাও বার্সায় ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। তবে এই জার্সিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসিই। আর আর্জেন্টাইন মহাতারকার পথ ধরেই এবার ইয়ামাল পরবেন ১০ নম্বর জার্সিটি। জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে বার্সার নতুন জার্সি উন্মোচন করা হবে। তখন হয়তো ইয়ামালের ১০ নম্বর জার্সি পাওয়ার খবরটিও আনুষ্ঠানিকভাবে সামনে আসবে।

পাশাপাশি ১৮ জুলাই নিজের ১৮তম জন্মদিন পালন করবেন ইয়ামাল। অনেকের ধারণা, সেদিনই হয়তো ইয়ামালের ১০ নম্বর জার্সি পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারে বার্সা। তবে ঘোষণা যখনই আসুক, আগামী মৌসুমে ইয়ামালকে ১০ নম্বর জার্সিতে খেলতে দেখাটা এখন শুধুই সময়ের অপেক্ষা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেয়া ও নিজস্ব দালাল চক্রের সদস্যের ভিডিও ধারণের সময় সাংবাদিকদের উপরে হামলা করে মোবাইল ফোন ছিনিয়ে...

বেরোবিতে অনুমোদনবিহীন ভর্তি: অনিশ্চয়তায় ২০৫ গবেষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরালের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না থাকলেও ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২০৫...

খালেদা জিয়া: বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক 

বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের দ্বন্দ্ব সবসময়ই একটি কেন্দ্রীয় বিষয়। এই দ্বন্দ্বের ভেতর দিয়ে একদিকে যেমন জনগণের মুক্তিকামী চেতনা উন্মোচিত হয়েছে, অন্যদিকে আবার বারবার...

গিয়াসউদ্দিন তাহেরীর নামে হেফাজত ইসলামের মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীসহ ১৬জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০জন কে আসামি করে  হেফাজত ইসলামের বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ...

সম্পর্কিত নিউজ

পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেয়া ও নিজস্ব দালাল চক্রের সদস্যের...

বেরোবিতে অনুমোদনবিহীন ভর্তি: অনিশ্চয়তায় ২০৫ গবেষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরালের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...

খালেদা জিয়া: বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক 

বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের দ্বন্দ্ব সবসময়ই একটি কেন্দ্রীয় বিষয়। এই দ্বন্দ্বের ভেতর দিয়ে...