ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) শহীদ আবু সাঈদ স্পোর্টস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সন্ধ্যা ৬টায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সিএসই ও গণিত বিভাগের মধ্যেকার ফাইনাল খেলায় বিজয়ী হয় গণিত বিভাগ। ফাইনালে বিজয়ী দলের পুরস্কার হিসেবে ছিল একটি খাসি ও রানার্স আপ দলের জন্য দুটি রাঁজহাস।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ অন্যান্যরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন তার বক্তব্যে বলেন, খেলাধুলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। যেখানে অধিক অপসংস্কৃতি প্রবেশ করে সেখানে নিজেদের আত্মিক বিষয়টা কীভাবে আমরা ধরে রাখতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। আমরা কখনো ভাবিনি আমাদের দেশে একটি সাংস্কৃতিক নীতিমালার দরকার, আসলেই আমাদের দেশের সাংস্কৃতিক নীতিমালার প্রয়োজন আছে।
তিনি আরো বলেন, খেলোয়াড়রা খুব নৈপুণ্যতার সাথে খেলেছে। কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে।
আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম বলেন, আমরা প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী শহীদ আবু সাঈদকে ধারণ করতে চাই। আমাদের শহীদ আবু সাঈদ স্পোর্টস ক্লাব ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরো অনেক সহশিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করবে।