লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে পুড়ে গেছে দুইটি বসতঘর। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।
উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সামসুদ্দিন পাটোয়ারী বাড়িতে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে জাকির পাটোয়ারী, দুলাল পাটোয়ারী ও নূর নবী পাটোয়ারীর ঘর থেকে আগুন বের হতে দেখা যায়।
মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে।
লক্ষ্মীপুর ও রায়পুর ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ভুক্তভোগী দুলাল পাটোয়ারী বলেন, “হঠাৎ দেখি আগুন। কিছুই বের করতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেল।”
স্থানীয় বাসিন্দা আব্দুল রহিম বলেন, “কোনো প্রাণহানি হয়নি। কিন্তু ঘর আর মালামালের অনেক ক্ষতি হয়েছে।”
রায়পুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সৈয়দ আহমেদ জানান, আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।