যশোরের শার্শায় অসহায় এক মা ও মেয়ের জন্য বরাদ্দ সরকারি চাল আত্মসাৎ করেছেন এক আওয়ামী লীগ নেতা।
ঘটনাটি ঘটেছে বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামে। অভিযুক্ত ব্যক্তি ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য (মেম্বার) লিয়াকত আলী।
স্থানীয়রা জানান, দুই বছর আগে লিয়াকত আলী গোলাম হোসেন গোপালের স্ত্রী সাজেদা খাতুন ও তার মেয়ে সাবিকুন নাহারের নামে ভিজিডি কার্ড করেন।
তারপর থেকেই তিনি প্রতিমাসে তাদের চাল নিজেরা তুলে নিতেন। মা-মেয়ে কিছুই জানতেন না। গত ছয় মাস ধরে চাল বিতরণ বন্ধ ছিল। রোববার সাজেদা খাতুন ও তার মেয়েকে ইউনিয়ন পরিষদ থেকে কল করে চাল নিতে বলা হয়। তারা গিয়ে জানায়, কোনো মাসেই তারা চাল পাননি।
ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে দেখা যায়, তাদের নামে কার্ড আছে এবং চাল উত্তোলনও করা হয়েছে। পরে ইউনিয়ন পরিষদ থেকে তাদের ১২ বস্তা চাল বুঝিয়ে দেওয়া হয়। তবে সেই চাল নিয়ে যাওয়ার সময় বাধা দেন মেম্বার লিয়াকত আলী। একপর্যায়ে চাল তিনি নিজের বাড়িতে নিয়ে যান। বিষয়টি সোমবার জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী লিয়াকতের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে লিয়াকত আলী পালিয়ে যান। পরে পুলিশ ওই চাল উদ্ধার করে মা ও মেয়ের কাছে বুঝিয়ে দেয়।
শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।