বগুড়া সরকারি আজিজুল হক কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে কলেজ কর্তৃপক্ষের প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) অধ্যক্ষ মো. শওকত আলম মীর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি নিয়ে সচেতন মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।
সরকারি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্যাড ও অধ্যক্ষের স্বাক্ষর ব্যবহার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচিতে শিক্ষার্থীদের আহ্বান জানানো অনৈতিক ও প্রশাসনিকভাবে প্রশ্নবিদ্ধ।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে সচেতন মহল দাবি করেছে, কলেজের স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।
সরকারি বিধিমালা ভঙ্গ ও শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর ও কলেজ প্রশাসনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলেজ ক্যম্পাসে সকাল ৯.০০ ঘটিকায় বিক্ষোভ মিছিল শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা।