নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের বন্দর বিক্রি করতে আসেনি বরং সক্ষমতা ও স্বচ্ছতা বাড়াতে চায়। আর সেই লক্ষ্যেই বিদেশি তদারকি প্রতিষ্ঠান আনার কথা চলছে।
উপদেষ্টা জানান, আপাতত চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে। তবে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
বুধবার (২ জুলাই) চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডকে মালিকানা দেওয়ার কোনো আলোচনা নেই, বরং পরিচালনার দায়িত্ব দিয়ে রাজস্ব আয় ও সক্ষমতা ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানোর লক্ষ্যে আলোচনা চলছে। এই কোম্পানিটি বিশ্বের ৮০টিরও বেশি বন্দরে কাজ করছে, তাদের বিনিয়োগে দেশের লাভই হবে।’
তিনি জানান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল এতদিন পরিচালনায় ছিল সাইফ পাওয়ারটেকের অধীনে। ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটি পূর্ণ দায়িত্বে থাকলেও তাদের চুক্তির মেয়াদ ৬ জুলাই শেষ হচ্ছে। নতুন করে মেয়াদ না বাড়িয়ে দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে, প্রয়োজনে ছয় মাসের বেশি সময় তারা পরিচালনা করবে।
সাখাওয়াত হোসেন বলেন, ‘যারা এতদিন কাজ করেছেন, তাদের কেউ চাকরি হারাবে না। যার যে পদ, তিনি সেখানে থাকবেন। চুক্তির মেয়াদ শেষ হলেও সাইফ পাওয়ারটেক সহযোগী হিসেবে থাকবেন।’