রাজশাহীর ভদ্রা এলাকায় ‘সান ভিউ অ্যাপার্টমেন্ট’ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই ভবনে যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনি অবস্থান করছেন—এমন দাবি করেছে বিএনপি।
বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, ভবনটির একটি ফ্ল্যাটে রনি অবস্থান করছেন। এ কারণে তারা অ্যাপার্টমেন্টটি ঘিরে রাখেন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যার পর রনি ওই অ্যাপার্টমেন্টে ঢুকেছেন বলে জানিয়েছেন ভবনের নিরাপত্তাকর্মীরা। এরপর থেকেই বিএনপির নেতাকর্মীরা ভবনটির আশপাশে অবস্থান নেন।
ঘটনার খবর পেয়ে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ওই ভবনে গিয়ে অভিযান ও তল্লাশি চালায়।
যুবদলের এক নেতা জানান, সান ভিউ অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটের মালিক যুবলীগ নেতার ভাই। ধারণা করা হচ্ছে, রনি সেখানেই আত্মগোপনে রয়েছেন।
তৌহিদ আল মাসুদ রনির বিরুদ্ধে ২০২৩ সালের ৫ আগস্ট রাজশাহীতে সংঘটিত সহিংস ঘটনার পর অন্তত ১২টি মামলা হয়। এরপর থেকে তিনি গা-ঢাকা দিয়ে রয়েছেন বলে জানা গেছে।
চলতি বছরের ২০ জুন কেন্দ্রীয় যুবলীগ রাজশাহী মহানগর যুবলীগের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি হন মনিরুজ্জামান খান মণি এবং সাধারণ সম্পাদক হন তৌহিদ আল মাসুদ রনি।
নতুন কমিটির ঘোষণা আসার পর থেকেই রনিকে ঘিরে নানা বিতর্ক শুরু হয় রাজনৈতিক অঙ্গনে।
এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ বা যুবলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।