শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগে অভিযুক্ত ও ভুক্তভোগীদের ‘না’, প্রক্টোরিয়াল বডির ‘হ্যাঁ’

হাসিন আরমান, কুবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে সদ্য ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র‍্যাগ দেওয়ার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছাদে নবাগত শিক্ষার্থীদের র‍্যাগ দেওয়ার সময় তাদের ইমিডিয়েট সিনিয়রদের হাতেনাতে ধরা হয়।

সহকারী প্রক্টর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘পরিচয় পর্ব হলেও, যদি তা র‍্যাগিংয়ের আওতায় পড়ে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সিআর, ছাত্র উপদেষ্টা সবাইকে নিয়ে ক্যাম্পেইন করেছি। পরিচয় পর্বের নামে কোনো ধরনের র‍্যাগিং কার্যক্রম করা যাবে না। তারপরও আমরা তাদের হাতেনাতে পেয়েছি—এই ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে এ বিষয়ে অভিযুক্ত এবং ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বিভাগের খেলার জন্য দল গঠনের উদ্দেশ্যে নবাগত শিক্ষার্থীরা ইমিডিয়েট সিনিয়রদের সঙ্গে কথা বলতে চাইলে তারা ক্যাফেটেরিয়ার ছাদে বসেন এবং সেখানে কোনো র‍্যাগিংয়ের ঘটনা ঘটেনি।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘এই যে ১৯তম ব্যাচ এসেছে, তাদের আমরা তুই তো দূরের কথা, আপনি বলে সম্বোধন করেছি। এখন এমন একটা সিস্টেম হয়ে যাচ্ছে যে আমার এলাকার কেউ এলেও পরিচয় করতেও পারবো না! ভাষা-সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আমাদের বলেছিলেন, ওদের নিয়ে চারটা টিম গঠনের জন্য। আগামীকাল সকাল ৯:৫০ মিনিটে খেলা রয়েছে। আমরা প্রথমে শহীদ মিনারে বসার কথা ভেবেছিলাম, কিন্তু রোদ থাকায় ক্যাফেটেরিয়ার ছায়ায় বসেছিলাম।’

ভাষা ও সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু নাইম বলেন, ‘আমরা তো ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের চিনতাম না, তাই ১৮তম ব্যাচকে বলেছিলাম যেন বিভাগ দিবস উপলক্ষে ওদের সঙ্গে কথা বলে ফুটবল ও ক্রিকেট টিম গঠন করে।’

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আজ আমাদের ক্লাস হয়নি। শুনেছি আমাদের বাংলা সপ্তাহ শুরু হবে। আমরা তো নিয়মকানুন কিছু জানি না, তাই বড় ভাইদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। তারা কথার মধ্যে তুই তো দূরের কথা, তুমি বলেও সম্বোধন করেননি।’

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, ‘প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব। যেমন মার্কেটিং বিভাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনি আমাদের ক্ষেত্রেও হলে আমরা তা মেনে নেব।’

প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা যদি প্রমাণিত হয়, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

এক ইলিশের দাম প্রায় ৯ হাজার,  নিলামে হুলস্থুল আলীপুর মৎস্য বন্দর

ফেরদাউস শুভ, পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলে রইজুল মাঝির জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক বড় আকৃতির রুপালি ইলিশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)...

বন কর্মকর্তার ১৭ স্ত্রী থাকার অভিযোগ, স্ত্রীদের মানববন্ধন

সাজ্জাত বিশ্বাসনারী নির্যাতনকারী ও দুর্নীতিবাজ বরিশাল বন বিভাগের উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও সুসীল সমাজ। মানবন্ধনে থাকা...

রাজনীতি নিষিদ্ধ গকসুর রাজনৈতিক ভিপি প্রার্থীরা

গবি সংবাদদাতাগণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রাজনীতি নিষিদ্ধ থাকলেও আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন নেওয়া একাধিক প্রার্থীর রাজনৈতিক সংগঠনের সঙ্গে...

রাজনীতিমুক্ত ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের নিয়ে শিবিরের আলোচনা সভা

‎পাবিপ্রবি প্রতিনিধিপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অভ্যন্তরে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও হঠ্যাৎ করেই শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।গতকাল বুধবার...

সম্পর্কিত নিউজ

এক ইলিশের দাম প্রায় ৯ হাজার,  নিলামে হুলস্থুল আলীপুর মৎস্য বন্দর

ফেরদাউস শুভ, পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলে রইজুল মাঝির জালে ধরা পড়েছে আড়াই...

বন কর্মকর্তার ১৭ স্ত্রী থাকার অভিযোগ, স্ত্রীদের মানববন্ধন

সাজ্জাত বিশ্বাসনারী নির্যাতনকারী ও দুর্নীতিবাজ বরিশাল বন বিভাগের উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী...

রাজনীতি নিষিদ্ধ গকসুর রাজনৈতিক ভিপি প্রার্থীরা

গবি সংবাদদাতাগণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রাজনীতি নিষিদ্ধ থাকলেও আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ভাইস...