বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এই বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দরে উপস্থিত থেকে এয়ার অ্যাম্বুলেন্সকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী।
এটি একটি অত্যাধুনিক এয়ারবাস এ-৩১৯ এয়ার অ্যাম্বুলেন্স, যা প্রাথমিকভাবে একটি ভাসমান হাসপাতালের মতো। এই বিমানে রয়েছে সর্বশেষ চিকিৎসা সরঞ্জাম, আইসিইউ সুবিধা, এবং দক্ষ চিকিৎসক ও নার্সের ব্যবস্থা। এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম। এছাড়াও, বিমানের অভ্যন্তরীণ পরিবেশ রোগী ও তার পরিবারের সদস্যদের জন্য খুবই আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে।
এই বিশেষ বিমানে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক দল, বিএনপি নেতারা, ব্যক্তিগত কর্মী ও দুজন গৃহকর্মী।
যাত্রা শেষে, জানা গেছে, খালেদা জিয়া চিকিৎসা সম্পন্ন হলে লন্ডনে ফিরে যাবেন। সেখানে চিকিৎসা গ্রহণের পর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যেতে পারেন, এরপর দেশে ফিরে আসবেন।