ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এরপরই দেশটির বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানানো হয়েছে আগত ও প্রস্থানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
রোববার (৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলো প্রায় পুরোপুরি আন্তর্জাতিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডেড সি অঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত (সাইরেন) বাজতে শুরু করে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার সকালে ইয়েমেনি ভূখণ্ড থেকে ইসরাইল-অধিকৃত অঞ্চলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। যার ফলে মধ্যাঞ্চলসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তেলআবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত রাখা হয়।
ক্ষেপণাস্ত্র হামলার ফলে দখলকৃত কুদস শহরের কাছাকাছি বেইত শেমেশ শহরের আশপাশে আগুন ধরে যায় বলে হিব্রু ভাষার এক গণমাধ্যম জানিয়েছে।
তবে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।
যদিও হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এর আগে, বৃহস্পতিবারও ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল যে, ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং তা তাদের রাডার সিস্টেমে শনাক্ত হয়।