সোমবার, ৭ জুলাই, ২০২৫

সংশোধনী প্রস্তাব আনছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে চলমান রাজনৈতিক সংলাপে অংশগ্রহণকারী দলগুলোর মতামত ও সুপারিশকে গুরুত্ব দিয়ে সংশোধনী প্রস্তাব আনতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এমনটাই নিশ্চিত করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।


সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনার দশম দিনে তিনি এ তথ্য জানান।

আলোচনার সূচনা বক্তব্যে ড. আলী রীয়াজ বলেন, কমিশনের পক্ষ থেকে কোনো কিছুই চাপিয়ে দেওয়া হচ্ছে না। বরং দলগুলোর দেওয়া মতামত, আপত্তি ও প্রস্তাবনাকে বিবেচনায় নিয়েই সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে অধিকাংশ দলের আপত্তি থাকায় সেখানে সংশোধনী আনা হয়েছে। ভিন্নধর্মী প্রস্তাবও দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে কমিশন সতর্ক অবস্থানে রয়েছে। এজন্যই সংলাপের কিছু প্রাথমিক প্রস্তাব ও কাঠামো বাদ দিয়ে এগোনোর সিদ্ধান্ত হয়েছে, যাতে আলোচনা কার্যকর ও ফলপ্রসূ হয়।
আলোচনার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আলী রীয়াজ বলেন, এই আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হলে অংশগ্রহণকারী দলগুলোর আন্তরিকতা ও সময়ানুযায়ী উপস্থিতি অত্যন্ত জরুরি। আমরা চাই, যত দ্রুত সম্ভব যৌথ প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে।

এ সময় তিনি সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানান, যাতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়িত হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে আসছে এই কমিশন। এর অংশ হিসেবে কমিশন এখন দ্বিতীয় পর্যায়ের সংলাপের শেষ ধাপে রয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, চূড়ান্ত রিপোর্টে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে আপডেটেড ও সংশোধিত প্রস্তাবনাগুলো স্থান পাবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত

পেশাজীবীদের জন্য নিজেদের আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পাইলট প্রকল্প হিসেবে...

নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল

নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের মানুষের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সেই নির্বাচনের প্রস্তুতি...

আনিসুল, হাওলাদার ও চুন্নুকে জাপা থেকে অব্যাহতি

জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব করার পর দলের জ্যেষ্ঠ তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম...

এডহক কমিটির সভাপতির অপসারণ দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সোমবার (৭ জুলাই) সকালে রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ...

সম্পর্কিত নিউজ

বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত

পেশাজীবীদের জন্য নিজেদের আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা...

নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল

নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের মানুষের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

আনিসুল, হাওলাদার ও চুন্নুকে জাপা থেকে অব্যাহতি

জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব করার পর...