শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সংশোধনী প্রস্তাব আনছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে চলমান রাজনৈতিক সংলাপে অংশগ্রহণকারী দলগুলোর মতামত ও সুপারিশকে গুরুত্ব দিয়ে সংশোধনী প্রস্তাব আনতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এমনটাই নিশ্চিত করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।


সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনার দশম দিনে তিনি এ তথ্য জানান।

আলোচনার সূচনা বক্তব্যে ড. আলী রীয়াজ বলেন, কমিশনের পক্ষ থেকে কোনো কিছুই চাপিয়ে দেওয়া হচ্ছে না। বরং দলগুলোর দেওয়া মতামত, আপত্তি ও প্রস্তাবনাকে বিবেচনায় নিয়েই সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে অধিকাংশ দলের আপত্তি থাকায় সেখানে সংশোধনী আনা হয়েছে। ভিন্নধর্মী প্রস্তাবও দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, ভুল বোঝাবুঝি এড়াতে কমিশন সতর্ক অবস্থানে রয়েছে। এজন্যই সংলাপের কিছু প্রাথমিক প্রস্তাব ও কাঠামো বাদ দিয়ে এগোনোর সিদ্ধান্ত হয়েছে, যাতে আলোচনা কার্যকর ও ফলপ্রসূ হয়।
আলোচনার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আলী রীয়াজ বলেন, এই আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হলে অংশগ্রহণকারী দলগুলোর আন্তরিকতা ও সময়ানুযায়ী উপস্থিতি অত্যন্ত জরুরি। আমরা চাই, যত দ্রুত সম্ভব যৌথ প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে।

এ সময় তিনি সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানান, যাতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়িত হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে আসছে এই কমিশন। এর অংশ হিসেবে কমিশন এখন দ্বিতীয় পর্যায়ের সংলাপের শেষ ধাপে রয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, চূড়ান্ত রিপোর্টে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে আপডেটেড ও সংশোধিত প্রস্তাবনাগুলো স্থান পাবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাকসু ভিপি পদে প্রথমবার নারী প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে ইতিহাস গড়তে...

‘গুমের মতো জঘন্য অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন’

গুমের মতো জঘন্য অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক...

নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা। শিক্ষা বা প্রশিক্ষণ কখনও নৈতিকতার বিকল্প হতে...

মাদকের টাকার জন্য ভাতিজার ছুরিকাঘাতে নিহত ফুফু

রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম গ্রামে মাদক কেনার টাকা না পেয়ে রকি ইসলাম (৩০) নামের এক যুবক তার ফুপু আফিজান বেগমকে (৫০) ছুরিকাঘাতে হত্যা...

সম্পর্কিত নিউজ

রাকসু ভিপি পদে প্রথমবার নারী প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ...

‘গুমের মতো জঘন্য অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন’

গুমের মতো জঘন্য অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল...

নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের বটম লাইন হলো...