সম্প্রতি ‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে মাস্কের এই উদ্যোগকে একেবারেই ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (৬ জুলাই) নিউ জার্সির নিজস্ব গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি মনে করি, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা সম্পূর্ণ হাস্যকর। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে দুই-দলীয় রাজনৈতিক কাঠামো কার্যকর আছে। এখন তৃতীয় কোনো দল গঠন করতে চাওয়া শুধু বিভ্রান্তি তৈরি করবে। তিনি (মাস্ক) চাইলে মজা করতে পারেন, কিন্তু আমি এটাকে সিরিয়াসলি নেই না।
ট্রাম্প শুধু সাংবাদিকদের সামনে কথা বলেই থেমে থাকেননি, বরং সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেও মাস্ককে নিয়ে এক তীব্র মন্তব্য করেন। সেখানে তিনি লিখেন, আমি ইলন মাস্ককে ট্রেন দুর্ঘটনার মতো অবস্থায় দেখে গভীরভাবে হতাশ। গত পাঁচ সপ্তাহ ধরে তিনি পুরোপুরি পথভ্রষ্ট হয়ে আছেন।
মাস্ক ও ট্রাম্প এক সময় ঘনিষ্ঠভাবে কাজ করলেও, সাম্প্রতিক তাদের সম্পর্কের অবনতি হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে মাস্ককে তার প্রশাসনের অর্থনৈতিক নীতির অন্যতম পরামর্শদাতা হিসেবে দেখা গিয়েছিল। কিন্তু ট্রাম্পের কর ও ব্যয়সংক্রান্ত একটি বিতর্কিত বিল নিয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সেই থেকেই দূরত্ব তৈরি হতে থাকে। এরপর থেকে তারা একাধিকবার একে অপরকে নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছেন।
এই প্রেক্ষাপটেই ইলন মাস্ক গত শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ঘোষণা দেন— তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, যার নাম হবে ‘আমেরিকা পার্টি’। মাস্ক বলেন, আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’
এর আগে, ট্রাম্পের সঙ্গে তার বিরোধের সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে তিনি নিজেই একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবেন।
এই ঘোষণার আগে এক্স-এ মাস্ক একটি জরিপ চালান। সেই জরিপে তিনি ব্যবহারকারীদের প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না। প্রায় ১২ লাখ মানুষ এতে অংশ নেন এবং তাদের দুই-তৃতীয়াংশই নতুন রাজনৈতিক দলের পক্ষে মত দেন বলে মাস্ক জানান।