পঞ্চগড়-২ আসনের মরহুম বিএনপি সংসদ সদস্য মোজাহার হোসেনের কবর জিয়ারতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হাতেই হামলার শিকার হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ।
রোববার (৬ জুলাই) বিকেল তিনটার দিকে বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, এদিন সকালে নিজ বাড়ি থেকে মরহুম মোজাহার হোসেনের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন মাসুদ রানা রিয়াজ। দুপুরে সাকোয়া বাজারে পৌঁছালে আচমকা তার ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন সাথের নেতাকর্মীরা।
এ বিষয়ে মাসুদ রানা রিয়াজ জানান,’দুপুরে সাকোয়া বাজারে পৌঁছামাত্রই পঞ্চগড়-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. ফরহাদ হোসেন আজাদের অনুসারীরা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়। হামলার নেতৃত্ব দিয়েছেন সাকোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শামীম। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নবীউল ইসলাম ও সবুজ মোল্লাহ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাকিব, যুবদল কর্মী মনোয়ার ও উম্মেদ আলী।’
হামলার অভিযোগ নিয়ে জানতে চাইলে সাজ্জাদ হোসেন শামীম ফেস দ্যা পিপলকে জানান,’ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। পরে মানুষের মুখে শুনে আমি আমার ছেলেপেলেদের প্রশ্ন করেছি, তারা কেন এমনটা করেছে। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। বিরোধী যারা আছে তারা আমার নামে দুর্নাম ছড়াচ্ছে। ঘটনার সাথে আমি জড়িত নই।’
ঘটনার বিষয়ে জানতে মো. ফরহাদ হোসেন আজাদকে ফোন দেওয়া হলেও তার ব্যবহৃত নাম্বারটিতে সংযোগ পাওয়া যায়নি।
এদিকে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বোদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জীবন, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন এবং সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আশিক এবং যুগ্ম আহবায়ক মো. জসিমকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।