পুলিশি বাঁধা উপেক্ষা করে তিন দফা দাবি নিয়ে যমুনা অভিমুখে রওনার সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) দুপুরে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে যমুনার অভিমুখে যাত্রা শুরু করেন তারা। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
জানা গেছে, এই সদস্যরা প্রথমে পুলিশি বাধার মুখে পড়লেও পরে ব্যারিকেড ভেঙে পদযাত্রা চালিয়ে যান। পুলিশের পক্ষ থেকে তাদের আটকে দেওয়ার চেষ্টা করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।