লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিল্পমালিক, ব্যবসায়ী এবং সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা।
সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও উপ-সহকারী প্রকৌশলী মুক্তাদিরের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তাদের অপসারণ দাবি করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়।
বিক্ষোভকারীরা জানান, লক্ষ্মীপুর শহরের বিদ্যুৎ গ্রাহকরা পিডিবির সংযোগ ব্যবহার করে থাকেন। প্রায় এক যুগ আগে শহরের সব গ্রাহকের জন্য প্রিপেইড মিটার চালু করা হয়। বর্তমানে মিটারে রিচার্জের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করেন তারা।
তবে গত কয়েক মাস ধরে পিডিবির ওই দুই কর্মকর্তা বহু গ্রাহককে লাখ লাখ টাকার বকেয়ার নোটিশ পাঠাচ্ছেন। এসব নোটিশ নিয়ে অফিসে গেলে চাহিদামতো ঘুষ না দিলে হয়রানি করা হয়। অনেকে অভিযোগ করেন, মোটা অংকের টাকা দিলে নোটিশ প্রত্যাহার করা হয়। না হলে মিটার লক করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া নতুন সংযোগ নিতে গেলে কিংবা মিটার পরিবর্তনের প্রয়োজন হলে, নির্ধারিত নিয়ম না মেনে ঘুষ চাওয়া হয়। চাহিদামতো টাকা না দিলে নানা অজুহাতে গড়িমসি করা হয়। এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদেই তারা রাজপথে নেমেছেন বলে জানান গ্রাহকরা।
সমাবেশে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পমালিক সমিতির নেতা আবুল কাশেম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, এবং ওয়ার্কশপ মালিক সমিতির সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী।
তারা পিডিবির ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।