মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

জিএম কাদেরের অব্যাহতির সিদ্ধান্ত মানেন না আনিসুল-রুহুল-মুজিবুল

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হক (চুন্নু) বলেছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের সম্পূর্ণ বেআইনিভাবে দলের নেতাদের সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন। তারা জি এম কাদেরের সিদ্ধান্ত মানেন না। তারা দলের কাউন্সিলে অংশ নেবেন।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাপার সব পদ-পদবি থেকে অব্যাহতি পাওয়া এই তিন জ্যেষ্ঠ নেতা।

সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হককে গতকাল সোমবার দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। গতকাল বিকেলে জাপার কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব করার ঘোষণা দেওয়া হয়।

এ নিয়ে গত এক সপ্তাহে মোট ১১ জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এ নিয়ে জাপায় অস্থিরতা চলছে। এসব বিষয় নিয়ে আগামীকাল বুধবার জাপা চেয়ারম্যান জি এম কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে দলের একটি সূত্রে জানা গেছে।

আজকের সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জি এম কাদের যে সভা ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই সভা তিনি ডাকতে পারেন না। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে পারেন দলের মহাসচিব। তাই তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তারা মানেন না। তারা তাদের পদে বহাল আছেন। কেউ বলতে পারবেন না, তারা দলের কোনো বিরোধিতা করেছেন। তারা সব সময় সংঘবদ্ধ থাকার কথা বলেছেন।

জাপার গঠনতন্ত্রের যে ধারাবলে অব্যাহতি দেওয়া হয়েছে, তা বাতিলের দাবি জানান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে এমন স্বৈরাচারী ধারা থাকতে পারে না। এর মাধ্যমে চেয়ারম্যান একাই সিদ্ধান্ত নিতে পারেন, দলে যে কাউকে যুক্ত করা ও বহিষ্কার করার ক্ষেত্রে। এটি বাতিল করতে হবে।

জাপার তৎকালীন চেয়ারম্যান এইচ এম এরশাদ অসুস্থ থাকা অবস্থায় তার কাছ থেকে জোর করে দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব জি এম কাদের নেন বলে অভিযোগ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘জি এম কাদেরের প্রতিটি বিষয়ে স্বৈরাচারী মনোভাব।’

মুজিবুল হক বলেন, দলীয় চেয়ারম্যান জি এম কাদের দলের ২৮ জনকে পদোন্নতি দিয়েছেন। অথচ তিনি মহাসচিব হিসেবে তা জানেন না। জি এম কাদেরের চেয়ে কোনো অংশে তার যোগ্যতা কম নয়। তিনি যখন সংসদ সদস্য, তখন জি এম কাদের একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার। একমাত্র এইচ এম এরশাদের ভাই বলে তাকে দলের চেয়ারম্যান হিসেবে তারা মেনে আসছেন।

মুজিবুল হক বলেন, ‘আমরা জাতীয় পার্টি ছাড়ব না। আমরা জাতীয় পার্টি ভাঙতে দেব না। আমাদের অবদান দলের জন্য সবচেয়ে বেশি। আমরা কাউন্সিলে যাব, সেখানে আমাদের কথা গ্রহণ না করলে এরপর আর কথা থাকবে না।’

রুহুল আমিন হাওলাদার বলেন, তিনি ১৭ বছর জাপার মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এখন একটি শক্তিশালী গোষ্ঠীর ষড়যন্ত্রে তাদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। জি এম কাদের দলের ক্ষতি করছেন। তিনি যা করছেন, তা কোনো সুস্থ রাজনীতিবিদ করতে পারেন না।

এই তিন নেতা ছাড়াও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তফা আল মাহমুদ, নাজমা আকতার, জসিমউদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান, জহিরুল ইসলাম জহির, সোলায়মান আলম শেঠ প্রমুখ।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

সাবেক ১২ সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ১২ জন সাবেক সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এসব ফ্ল্যাট বরাদ্দ...

শার্শায় অপহরণ করে যুবদল কর্মির হাত পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় রাজনৈতিক বিরোধের জেরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবদল কর্মীকে অপহরণ করে লোহার রড ও হকিস্টিক দিয়ে হাত পা ভেঙ্গে...

ফেনির মুহুরি নদীতে বিপদসীমার ১৩৭ সে.মি. ওপরে পানি, বাঁধে ভাঙন

ফেনী প্রতিনিধি: ফেনীতে টানা অতিবৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। গত দুই দিনে ৪০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।...

চার হত্যা মামলায় পলাতক চেয়ারম্যান, একমাস পর ঈদ উপহারের চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চারটি হত্যা মামলার আসামী হয়ে প্রায় দুই বছরের অধিক সময় ধরে ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপু পলাতক থাকায় নির্ধারিত সময়ে ঈদুল আজহার...

সম্পর্কিত নিউজ

সাবেক ১২ সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ১২ জন সাবেক সচিব ও বিচারকের ফ্ল্যাট বরাদ্দ...

শার্শায় অপহরণ করে যুবদল কর্মির হাত পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় রাজনৈতিক বিরোধের জেরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবদল কর্মীকে...

ফেনির মুহুরি নদীতে বিপদসীমার ১৩৭ সে.মি. ওপরে পানি, বাঁধে ভাঙন

ফেনী প্রতিনিধি: ফেনীতে টানা অতিবৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত...