শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মামলা তুলে নিতে হুমকি, আতঙ্কে দিন পার করছে জুলাই শহীদের পরিবার

জেলা প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

জেলা কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা ইলেকট্রিক মিস্ত্রি ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ মো. মোবারক হোসেনের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রতিনিয়ত রাতের আঁধারে জানালার পাশে এসে হুমকি দিয়ে যাচ্ছে – মামলা তুলে না নিলে দুই শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যাবে এবং বাড়িতে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।

গতকাল সোমবার (৭ জুলাই) রাতে করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করেছেন শহীদ মোবারকের ছোট ভাই মোশারফ হোসেন।

শহীদ মোবারক হোসেনের পারিবারিক সূত্রে জানা যায়, মোবারক হোসেন স্ত্রী ও এক সন্তান, মা এবং ছোট ভাইকে নিয়ে ঢাকার রায়েরবাগ এলাকার আপন বাজারে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। মোবারক ঐ এলাকায় একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত বছর ২০২৪ সালের ১৯ জুলাই জুমআর নামাজ শেষ করে মেয়ের জন্য দোকান থেকে চিপস আনতে মহল্লার গলি থেকে মূল সড়কে উঠতেই মুহূর্তের মধ্যেই পুলিশের বুলেটের আঘাতে শহীদ হন মোবারক হোসেন।

এর পর থেকে এই পরিবারের সবাই গ্রামের নিজ বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পৌরসভা এলাকার পূর্ব নয়াকান্দি গ্রামে চলে আসে।

বর্তমানে ঢাকায় মোবারকের আপন ছোট ভাই মোশারফ হোসেন ঢাকায় দোকানে কাজ করছেন। অপরদিকে গ্রামের বাড়িতে মোবারকের স্ত্রী শিউলি বেগম (২০) মোবারকের মেয়ে আদিবা (৩) মা জামেনা খাতুন (৫০) ও ছোট ভাইয়ের স্ত্রী পপি আক্তার (১৯), মোশারফ এর একটি সন্তান সহ অবস্থান করছেন। বাড়িতে পুরুষ সদস্য না থাকায় এমনিতেই ঐ পরিবারের সদস্যরা প্রতিনিয়তই চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছে।

শহীদ মোবারকের স্ত্রী শিউলি বেগম বলেন, ‘আমার স্বামীকে আন্দোলনের সময় গুলি করে পুলিশ মেরে ফেলে। এরপর আমার শাশুড়ি(মোবারক হোসেনের) মা জামেনা খাতুন বাদী হয়ে ঢাকার রায়ের বাগ থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলা তুলে নিতে এখন রাতের বেলা অজানা লোকজন এসে ভয়ভীতি দেখায়। তারা বলে, মামলা তুলে না নিলে আমাদের পরিবারের দুইটি ছোট বাচ্চাকে তুলে নিয়ে যাবে, এমনকি বাড়িতে ঘরে তালা বদ্ধ করে আগুনও লাগিয়ে দিয়ে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যাচ্ছে এনিয়ে আমি ও আমাদের পরিবারের সকল সদস্যরা দিনরাত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

শহীদ মোবারকের ভাইয়ের স্ত্রী পপি আক্তার জানন,আমার জা তার স্বামীকে হারিয়েছেন, আমার শাশুড়ি বড় ছেলেকে হারিয়েছেন, শিশু আদিবা হারিয়েছে তার বাবাকে । মামলা করা কি অপরাধ, আমাদের স্বজন হত্যার বিচার চাওয়া কি অপরাধ?

এই মামলার পর থেকেই রাতের বেলা জানালার পাশে দাঁড়িয়ে,ভূতের মত কণ্ঠস্বরে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। ভয়ে আমরা জানালাটিও খুলতে সাহস পাই না। কেননা আমাদের বাড়িতে কোন পুরুষ সদস্য থাকে না, দুই শিশুকে নিয়ে আমরা তিন নারী। আমার স্বামী মোশারফ ঢাকায় থাকায় আমার স্বামীকে নিয়েও আমরা দুশ্চিন্তায় আছি, কখন কী হয় কে জানে আল্লাহ জানে।

মোশারফ হোসেন বলেন,আমার ভাই মোবারক হোসেন হত্যার ঘটনায় আমার মা বাদী হয়ে গত বছরের ১৯ সেপ্টেম্বর রায়েরবাগ থানায় ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন । সেই মামলায় কিশোরগঞ্জ জেলার নিকলী থানার একজন আসামিও রয়েছেন। মামলা দায়েরের পর থেকেই আমাদের পরিবারের ওপর নানা ধরনের হুমকি আসছে। এজন্য আমি আমার এবং পরিবারের নিরাপত্তা চেয়ে করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছি। আমরা পুলিশের ঊর্ধ্বতন প্রশাসন ও সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, আমাদের যেন নিরাপত্তা দেওয়া হয় এবং যারা হুমকি দিচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হয়। আমি এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শান্তিতে বাঁচতে চাই।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ছাত্রদলের বিরুদ্ধে বহিস্কৃতদের নিয়ে প্রচারনার অভিযোগ

ঢাবি প্রতিনিধিছাত্রলীগ সংশ্লিষ্টতা থাকায় ছাত্রদল থেকে বহিষ্কৃতদের নিয়ে ডাকসুর প্রচারণার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) শহিদুল্লাহ হলের বহিষ্কৃত আহ্বায়ক মোসাদ্দেক আল হক...

দাবি পূরণের লিখিত আশ্বাসে অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা

ববি প্রতিনিধিআগামী ১৫ দিনের মধ্যে চারটি দাবি পূরণ করা হবে—উপাচার্যের এমন লিখিত আশ্বাসে প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।শুক্রবার...

হল সংসদে ছাত্রদলের প্রার্থীর গবেষণায় অসাধারণ সাফল্য, প্রকাশিত হতে যাচ্ছে বইও

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিজয় একাত্তর হল সংসদে ছাত্রদল মনোনীত পাঠকক্ষ বিষয়ক সম্পাদক প্রার্থী মোস্তাফিজুর রহমান পলাশের গবেষণায় অসাধারণ...

আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের খাওয়ানোর অভিযোগ ছাত্রদল-বাগছাস ঐক্যের

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের খাওয়ানোর অভিযোগ উঠেছে ছাত্রদল মনোনীত প্যানেলের  বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী...

সম্পর্কিত নিউজ

ছাত্রদলের বিরুদ্ধে বহিস্কৃতদের নিয়ে প্রচারনার অভিযোগ

ঢাবি প্রতিনিধিছাত্রলীগ সংশ্লিষ্টতা থাকায় ছাত্রদল থেকে বহিষ্কৃতদের নিয়ে ডাকসুর প্রচারণার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের...

দাবি পূরণের লিখিত আশ্বাসে অনশন ভাঙলো ববি শিক্ষার্থীরা

ববি প্রতিনিধিআগামী ১৫ দিনের মধ্যে চারটি দাবি পূরণ করা হবে—উপাচার্যের এমন লিখিত আশ্বাসে প্রায়...

হল সংসদে ছাত্রদলের প্রার্থীর গবেষণায় অসাধারণ সাফল্য, প্রকাশিত হতে যাচ্ছে বইও

ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিজয় একাত্তর হল সংসদে ছাত্রদল...