ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাবে আওয়ামীপন্থী শিক্ষকদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ঢাবি শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কমিটির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে সাতজনই চিহ্নিত ফ্যাসিস্ট আওয়ামী লীগপন্থি শিক্ষক। এটি জুলাই বিপ্লবের সঙ্গে চরম গাদ্দারি। এই কমিটি গঠনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা পুরো বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসন আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
তিনি এই ঘটনাকে ’২৪-এর অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত করে বলেন, এই ঘটনাটি ঘটেছে এমন ব্যক্তিদের হাত ধরে, যারা বিএনপি এবং সাদা দলের গুরুত্বপূর্ণ পদে আসীন।
তিনি অভিযোগ করে বলেন, কলা অনুষদের ডিন ও সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান কমিটি ঘোষণার সময় ক্লাবের সভায় জানান, সাদা দলের পক্ষে তিনি ও দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং নীল দলের পক্ষে আহ্বায়ক অধ্যাপক মো. আমজাদ একাধিক বৈঠকের মাধ্যমে সর্বসম্মতভাবে এই কমিটি গঠন করেছেন। আমরা সাদা দলের এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
আরেক শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন প্রোগ্রামের জন্য দাসের মতো ব্যবহার করতো। এই নীল দলের শিক্ষকরা তাদের সুযোগ করে দিত। সিনেটে তারা সাদা দলের শিক্ষকদের লাঞ্চিত করতো। আর এখন মেরুদন্ডহীন সাদা দলের শিক্ষকরা তাদের পুনর্বাসন করছে। আমরা এই কমিটি বাতিলসহ যাদের নেতৃত্বে ফ্যাসিস্ট পুনর্বাসন হলো, তাদের বিচার দাবি করছি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাবির কবি জসিমউদদীন হলের শিক্ষার্থী আশিক খান, ফজলে রাব্বি সরকার প্রমুখ।