বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মুরাদনগরে ট্রিপল মার্ডার, ৮ আসামি ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আট আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৯ জুলাই) কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান।

গ্রেপ্তার হওয়া আট আসামি হলেন- কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৫৫), রবিউল আওয়াল (৫৫), আতিকুর রহমান (৪২), মো. বায়েজ মাস্টার (৪৩), দুলাল (৪৫), আকাশ (২৪), মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

মামলার তদন্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক নয়ন কুমার চক্রবর্তী বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় ৭ জুলাই বিকেলে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বুধবার (৯ জুলাই) শুনানি শেষে আদালত প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মামলাটি বাঙ্গরা থানায় দায়ের হলেও ঘটনার গুরুত্ব বিবেচনায় গত ৭ জুলাই বিকেলে তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে মামলার তদন্তে ছিলেন বাঙ্গরা থানার এসআই আবু তাহের।

গত ৩ জুলাই সকালে উপজেলার কড়ইবাড়ি গ্রামে খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকিকে (২৯) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (২৭) গুরুতর আহত হন।

নিহতের বড় মেয়ে রিক্তা আক্তার বাঙ্গরা থানায় ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় আকুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিমুল বিল্লাহকে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পিটিআইয়ের আন্দোলনে যোগ দিচ্ছেন ইমরান খানের দুই ছেলে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে তার দলের আন্দোলনে যোগ দেবেন। ইমরান খানের বোন আলিমা...

এসএসসির ফলাফলে ধস, ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস হারে ধস নেমেছে। গত ১৫ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাশের হার। এবার পাস করেছে ৬৮ দশমিক ৪৫...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত...

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী...

সম্পর্কিত নিউজ

পিটিআইয়ের আন্দোলনে যোগ দিচ্ছেন ইমরান খানের দুই ছেলে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাষ্ট্র থেকে ফিরে...

এসএসসির ফলাফলে ধস, ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস হারে ধস নেমেছে। গত ১৫ বছরের মধ্যে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি...