সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে কারখানায় ডাকাতি, জেলাজুড়ে চাঞ্চল্য

আজহারুল ইসলাম ,গাজীপুর প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

গাজীপুর সদরে মোশাররফ কম্পোজিটে একটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকার মোশারফ কম্পোজিট লিমিটেড কারখানার গোডাউনে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল কাভার্ড ভ্যানে করে এসে কারখানার নিরাপত্তাকর্মীসহ উপস্থিত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ডাকাতরা গোডাউনে ঢুকে লুটপাট চালায়। এ সময় ডাকাতরা সাত টন সুতা এবং নগদ অর্থসহ লুট করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ২৮ লক্ষ টাকার। ডাকাত দল ঘটনাস্থল ছাড়ার আগে গোটা এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করে, যাতে করে তাদের পরিচয় শনাক্ত করা না যায়।

মোশারফ কম্পোজিট লিমিটেডের প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক ইউনুস আল মামুন জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমাদের কর্মীরা হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ডাকাতরা গোডাউনের মূল্যবান ২৮ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এত বড় একটি ঘটনায় আমরা সবাই আতঙ্কিত।’

এ ঘটনায় কারখানার পক্ষ থেকে নবী নেওয়াজ বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে দাবি করে তিনি বলেন, ‘ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও এলাকা জুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, শিল্পাঞ্চল হলেও রাতের বেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত টহল না থাকায় অপরাধীরা বারবার সুযোগ নিচ্ছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা তাজ উদ্দিন শরিফ ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতের বেলা এত বড় ডাকাতি হলো, অথচ কোথাও পুলিশের টহল চোখে পড়েনি। এখন আমরা সবাই ভয়ে রাত কাটাই। প্রশাসনের উচিত এই এলাকায় নিয়মিত টহল ও নজরদারি নিশ্চিত করা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আওয়ামী লীগের গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি: নাহিদ ইসলাম‎

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন...

নোবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, হত্যাচেষ্টা এবং লাশ গুমের হুমকির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।রোববার (১৩ জুলাই) বিকেলে...

২২ ঘন্টা পর ইবি সাংবাদিকের মোবাইল উদ্ধার, রিসেট দিয়ে তথ্য লোপাট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও...

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত

মুসলিম বিশ্বে জনসংখ্যার দিক থেকে এখন সর্বাগ্রে রয়েছে ইন্দোনেশিয়া। তবে দিনে দিনে দ্রুত হারে বাড়ছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। সেই ধারাবাহিকতায় এগিয়ে আছে বাংলাদেশের পাশ্ববর্তী...

সম্পর্কিত নিউজ

আওয়ামী লীগের গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি: নাহিদ ইসলাম‎

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও...

নোবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, হত্যাচেষ্টা এবং লাশ গুমের...

২২ ঘন্টা পর ইবি সাংবাদিকের মোবাইল উদ্ধার, রিসেট দিয়ে তথ্য লোপাট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের...