বুধবার, ১৬ জুলাই, ২০২৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতায় চরম ভোগান্তি

জেলা প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে হাসপাতালের প্রধান ফটক ও জরুরি বিভাগের সামনে জমেছে হাঁটু সমান পানি, ফলে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের চত্বরজুড়ে পানিতে তলিয়ে আছে পথঘাট। কাদামাটিতে ভিজে, পানি ঠেলে রোগীদের হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে। হুইলচেয়ার ও স্ট্রেচারে থাকা রোগীদেরও ঠেলে ঠেলেই নেওয়া হচ্ছে বহির্বিভাগে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, “সাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার ফলে বৃষ্টিপাত হচ্ছে। আজকেও ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী দিনগুলোতেও হালকা থেকে মাঝারি, এমনকি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

জলাবদ্ধতায় ভোগান্তির কথা জানিয়ে রাজশাহীসহ আশপাশের জেলা থেকে আসা রোগীরা বলেন, সকাল থেকে অপেক্ষা করেও দুপুরে সিরিয়াল পেতে হয়। কিন্তু তখন চারপাশ পানি থইথই। একজন নারী রোগী, যিনি নগরীর বিনোদপুর থেকে এসেছেন, বলেন, “ডাক্তার দেখাতে এসে ভিজে গেছি। আবার হাসপাতালে ঢুকেও পানির মধ্যে পড়েছি। দ্রুত পানি সরানোর ব্যবস্থা না করলে পুরো বর্ষা জুড়ে এই ভোগান্তি চলবে।”

এ বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার পিএ জানান, তিনি মিটিংয়ে আছেন।

হাসপাতলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন জলাবদ্ধতা প্রশ্ন তুলছে ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে। রোগী ও স্বজনদের দাবি, স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে প্রতিটি বর্ষায় এমন চিত্র দেখতে হবে।

সজল মাহমুদ

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার জেরে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

দ্বিগুণ গতিতে গোপালগঞ্জের হামলার জবাব দেব: নাহিদ

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তাদের এই কর্মসূচিতে বাধা দিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলা ও ভাঙচুরও চালিয়েছে।...

মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না; গোপালগঞ্জ থেকে সারজিস

‌‘আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের...

গোপালগঞ্জে চলছে দফায় দফায় সংঘর্ষ

জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বুধবার গিয়েছিল গোপালগঞ্জ জেলায়। এনসিপির এই পূর্বনির্ধারিত কর্মসূচি কেন্দ্র করে আগে থেকেই মারমুখী অবস্থানে ছিল গোপালগঞ্জের আওয়ামী...

সম্পর্কিত নিউজ

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এর জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার জেরে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা...

দ্বিগুণ গতিতে গোপালগঞ্জের হামলার জবাব দেব: নাহিদ

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। তাদের এই...

মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না; গোপালগঞ্জ থেকে সারজিস

‌‘আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয়...