রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রয়োজনে রোগীদের বিদেশেও পাঠানো হবে। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না।তিনি একে জাতির জীবনে বড় ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করে বলেন, এত বড় বিয়োগান্ত ঘটনা এর আগে ঘটেনি। পুরো জাতি শোকাহত।
ড. নজরুল আরও জানান, প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই বার্ন ইউনিটে ৭০ জনকে ভর্তি করা হয়েছে এবং এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনার পর আগামীকাল (২২ জুলাই) জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে এবং হাসপাতালে ছয়জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন বলে জানান ড. নজরুল।