উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত একটার দিকে ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, রাত সাড়ে ১০টায় একজন ও ১২টার দিকে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতরা হলেন- মাহেরীন চৌধুরী (৪০) ও আফনান (১৪)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ জনে।
এর আগে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সোমবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান ,প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, তাঁদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮৮ জন হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক মূল্যায়নে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।