সুচিকিৎসার জন্য প্রয়োজনে আহতদের সিঙ্গাপুর নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, বিমানের ব্লাক বক্সের হিস্ট্রি পাওয়া গেলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। এটি কি অবহেলা নাকি বিমানের ত্রুটি সে বিষয়ে জানা যাবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এদিকে, রাজধানীর মাইলস্টোন কলেজের ওপর আছড়ে পড়া বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৫ জনই শিশু।