রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিশু শিক্ষার্থী মারা গেছে। আইমান নামের ওই শিক্ষার্থী মাত্র ১০ বছর বয়সে জীবন যুদ্ধে হেরে গেল।
শুক্রবার (২৫ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তার শরীরের ৪৫ শতাংশই দগ্ধ হয়েছিল।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে আনুমানিক সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আইমান।
এর আগে, বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার পেজে জানানো হয়েছিল, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫১ জন।
বৃহস্পতিবার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই শিক্ষার্থী। আর শুক্রবার সকালে চলে গেল আইমানও। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। হঠাৎ করেই আগুনে জ্বলতে থাকে শিক্ষাপ্রতিষ্ঠানটি। স্কুল চলাকালীন এমন দুর্ঘটনায় ভবনের ভেতরে থাকা শিক্ষার্থীরা আগুন ও ধোঁয়ায় আটকা পড়ে। ঘটনাস্থলে এবং পরে হাসপাতালে একে একে প্রাণ হারায় অসংখ্য শিশু।
আইএসপিআরের তথ্যানুযায়ী, বুধবার পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। এখন সেই সংখ্যা প্রতিদিন বাড়ছে। নিহতদের বেশির ভাগই স্কুলের শিক্ষার্থী।