রবিবার, ২৭ জুলাই, ২০২৫

৪০ বছর আইনি লড়াইয়ের পর ২০ লাখ টাকা পাচ্ছেন কুষ্টিয়ার হরেন্দ্রনাথ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

কুষ্টিয়া প্রতিনিধি: চার দশকের দীর্ঘ ও জটিল আইনি লড়াই শেষে ন্যায়বিচার পেলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার হেলালপুর গ্রামের বাসিন্দা হরেন্দ্রনাথ চন্দ্র। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ তার পক্ষে রায় দিয়ে তাকে মামলা পরিচালনার খরচ হিসেবে ২০ লাখ টাকা প্রদানের নির্দেশ দিয়েছেন সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ সোনালী ব্যাংকের দায়ের করা রিভিউ আবেদন খারিজ করে এই নির্দেশ দেন। এর ফলে ব্যাংক কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে আগামী তিন মাসের মধ্যে হরেন্দ্রনাথকে টাকা পরিশোধ করতে হবে।

১৯৭৯ সালে বিএ পাস করে ঢাকার সোনালী ব্যাংকের একটি শাখায় ক্যাশিয়ার-কাম-ক্লার্ক পদে যোগ দেন হরেন্দ্রনাথ। পরবর্তীতে যাত্রাবাড়ী শাখায় বদলি হন তিনি। ১৯৮৫ সালে ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে অভিযোগ ওঠে, ১৬ লাখ ১৬ হাজার টাকার একটি রেমিট্যান্স তহবিলের গরমিল রয়েছে। সেই অভিযোগে হরেন্দ্রনাথসহ ৯ জনের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা হয়।

একটি মামলায় তিনি কারাদণ্ডপ্রাপ্ত হন এবং জেলও খাটেন। তবে পরবর্তীতে দুর্নীতি দমন ব্যুরোর করা মামলায় ১৯৮৬ সালের ১৫ নভেম্বর হরেন্দ্রনাথসহ সবাই বেকসুর খালাস পান।

তবে এখানেই শেষ নয়। ১৯৮৮ সালে সোনালী ব্যাংক পুনরায় অর্থঋণ আদালতে একতরফা মামলা করে। সেই মামলার একতরফা রায় বাতিল করতে গিয়ে হরেন্দ্রনাথকে পড়তে হয় দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখে।

২০১৯ সালে ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে আপিল করলে ২০২২ সালে তা খারিজ হয়। এরপর তারা আপিল বিভাগের শরণাপন্ন হলে ২০২৪ সালে হরেন্দ্রনাথের পক্ষে চূড়ান্ত রায় দেন আদালত।

পুরো বিষয়টি নিয়ে হরেন্দ্রনাথ কোন বক্তব্য দিতে চাননি। তবে হরেন্দ্রনাথের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক জানান, “আদালত স্পষ্টভাবে বলেছেন— সোনালী ব্যাংক কর্তৃপক্ষ হরেন্দ্রনাথকে ২০ লাখ টাকা দিতে বাধ্য।” এই রায় বাস্তবায়নের জন্য আর কোনো আইনি জটিলতা নেই।

জীবনের অর্ধেক সময় আইনি লড়াইয়ে কাটিয়ে ৭০ পেরোনো বৃদ্ধ হরেন্দ্রনাথ এখন কিছুটা স্বস্তি পাচ্ছেন। দীর্ঘ যন্ত্রণার পর ন্যায়বিচার পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশের বিচারব্যবস্থার প্রতি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

৪-৫ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ১৪...

ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে, ভৈরবকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি হাসনাতের

কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, "জুলাই আন্দোলনে এক ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি—নতুন কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য নয়"এনসিপির এই...

“আবু সাঈদ নয়, জুলাইয়ের প্রথম শহীদ ছাত্রদলের ওয়াসিম”

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দাবি করেছেন, জুলাইয়ে গণআন্দোলনের প্রথম শহীদ ছাত্রদলকর্মী ওয়াসিম আকরাম। তিনি বলেন, সময়ের হিসাবে আবু সাইদের আগে গুলিবিদ্ধ...

নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে: প্রধান উপদেষ্টা

পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাই এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ‍্যাসিবাদবিরোধী...

সম্পর্কিত নিউজ

৪-৫ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা...

ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চলবে, ভৈরবকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি হাসনাতের

কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, "জুলাই আন্দোলনে এক...

“আবু সাঈদ নয়, জুলাইয়ের প্রথম শহীদ ছাত্রদলের ওয়াসিম”

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দাবি করেছেন, জুলাইয়ে গণআন্দোলনের প্রথম শহীদ ছাত্রদলকর্মী...