পুরনো সিস্টেম ও আইন দিয়ে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারের বেরিরপাড়ে ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ শেষে পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, পুলিশ হত্যাকে সামনে রেখে অভ্যুত্থানকারী ছাত্র-জনতার ওপর দোষ চাপানোর অপচেষ্টা চলছে। কিন্তু আমাদের আন্দোলন ছিল শেখ হাসিনার ,ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়তে।
তিনি জানান, ৩ আগস্টের এক দফায় তারা স্পষ্টভাবে জানিয়েছেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চান।
এদিন শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রায় কয়েক হাজার মানুষ অংশ নেন। সভাপতিত্ব করেন এনসিপির মৌলভীবাজার জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। বক্তব্য দেন আখতার হোসেন, নাসির উদ্দীন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, আবু বাকের মজুমদার, মারুফ আল হামিদ ও জাকারিয়া ইমন প্রমুখ।