বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার শেরপুর দক্ষিণ থানা শাখার সভাপতি তানজিল সরকারের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার(২৭ জুলাই) দিবাগত রাতে বগুড়া জেলার শেরপুর থানার ভবানীপুর ইউনিয়নের আমীনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গভীর রাতে সংঘটিত এই ডাকাতিতে প্রায় ২০ লক্ষ টাকার মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শিবির সভাপতি তানজিল সরকার জানান, ডাকাতরা সবাইকে অচেতন করে ঘরে প্রবেশ করে। পরে বাড়ির বিভিন্ন জায়গা তছনছ করে তারা ১২ ভরি সোনার গহনা, নগদ ৩ লক্ষ টাকা, ৫টি মোবাইল ফোন, জমির দলিলপত্র ও ব্যাংকের চেকপত্র লুট করে নেয়।
তিনি আরও জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের মতে, এ ধরনের অপরাধ বৃদ্ধি পাওয়ায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।