রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সায়ান ইউছুফের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর দেড় টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে সায়ানের কবরে শ্রদ্ধা জানায় বিমানবাহিনী। কবর জিয়ারত শেষে সায়ানের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।
বিমানবাহিনীর চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাটির উইং কমান্ডার রেজাউল হকের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। এসময় নিহত সায়ানের বাবা মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এএফএম ইউছুফ উপস্থিত ছিলেন।
সায়ানের বাবা এএফএম ইউছুফ জানান, ছেলের শোকে পরিবারের কেউ এখনো স্বাভাবিক হতে পারেনি। তারা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিমানবাহিনীর উইং কমান্ডার রেজাউল হক বলেন, বিমানবাহিনী প্রধানসহ সকল সদস্যের পক্ষে আমরা সায়ানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছি। আমরা তার পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।
লোকালয়ে বিমান প্রশিক্ষণ নিয়ে তিনি বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরের পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়। সায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পাল বাড়ির সন্তান। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা উত্তরা ১০ নাম্বার সেক্টরে ভাড়া থাকতেন বলে জানা গেছে।