বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত সম্প্রতি সামাজিকমাধ্যমে লাইভে এসে কান্নায় ভেঙে পড়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি জানান, নিজের বাড়িতেই হেনস্তার শিকার হচ্ছেন। মাঝরাতে কেউ দরজায় ধাক্কা দিচ্ছে, আশপাশে অচেনা চিৎকার শোনা যাচ্ছে। এমনকি তার খাবারে বিষ মেশানোরও চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি।
তনুশ্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, তার পরিণতিও প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো হতে পারে। পরে এক সোশ্যাল পোস্টে তিনি লেখেন, সুশান্ত, দিশা সালিয়ান, জিয়া খান— এরা ঈশ্বরের নিহত সৈনিক। আমরা জানিও না তারা কতটা লড়েছেন। তিনি আরও দাবি করেন, এইসব তারকারা খারাপ মানুষের লোভ, কামনা ও ক্ষমতার বলি হয়েছেন।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলেছে। যদিও সিবিআই তদন্তে ‘অস্বাভাবিকতা’ প্রমাণিত হয়নি। তবে তনুশ্রী ফের বলিউডের ‘মাফিয়া গ্যাং’-এর দিকে আঙুল তুলে দাবি করেন, এই গ্যাং মানুষের জীবন দুর্বিষহ করে তুলতে পারে।
অভিনেত্রীর এই বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে বলিউডের অন্ধকার দিক নিয়ে।