বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউনে স্থানীয় সময় সোমবার একটি অফিস ভবনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিউইয়র্ক সিটির বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন নিহত হন। চারজনের মধ্যে শুধু দিদারুলের পরিচয় প্রকাশ করা হয়েছে।

বন্দুকধারী ব্যক্তি চারজনকে হত্যার পর নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা এসটিশ। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এ ঘটনাকে ‘ঘৃন্য’ এবং ‘জঘন্য কাজ’ হিসেবে অভিহিত করেছেন।

৪৪ তলা ভবনটিতে বন্দুকধারী হামলা চালানোর পর সেটিতে লকডাউন আরোপ করা হয়। ওই ঘটনার সময় ব্যস্ত নিউইয়র্কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যেভাবে হত্যা করা হয় দিদারুলকে
রক্তক্ষয়ী এ ঘটনা শুরু হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে। ওই সময় একটি কালো বিএমডব্লিউ গাড়ি নিউইয়র্কের অন্যতম ব্যস্ত সড়ক পার্ক অ্যাভিনিউতে থামে।

বন্দুকধারী এক ব্যক্তি ওই গাড়ি থেকে একটি এম-৪ রাইফেল নিয়ে নামেন। এরপর তিনি ‘৩৪৫ পার্ক অ্যাভ’ নামে ৪৪ তলা ভবনটিতে প্রবেশ করেন। ভবনটির লবিতে ঢুকেই ডান দিকে ঘুরে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে গুলি করে হত্যা করেন।

এরপর বন্দুকধারী এক নারীকে গুলি করেন। তিনি একটি পিলারের পেছনে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। নারীকে গুলি করে লবি দিয়ে ‘গুলি করতে করতে’ হেঁটে যেতে থাকেন হামলাকারী। এরপর সিকিউরিটি ডেস্কে থাকা এক নিরাপত্তারক্ষীকে গুলি করেন হামলাকারী। তখন তিনি লিফটের বোতামে চাপ দেন। একই সময় লবিতে আরেক ব্যক্তিকে গুলি করেন বন্দুকধারী।

হামলাকারী লিফট থেকে এক নারীকে নেমে যেতে দেন। তার কোনো ক্ষতি করেননি। এরপর লিফটে করে ৩৩ তলায় যান হত্যাকারী। সেখানে গিয়ে আরেক নারীকে গুলি করে তারপর নিজের বুকে গুলি চালান তিনি।

পুলিশ কমিশনার জেসিকা এস. টিশ জানিয়েছেন, ৩৩ তলায় রুডিন ম্যানেজমেন্ট কোম্পানির অফিস অবস্থিত। যেটি ভবনটি পরিচালনা করত।

বন্দুকধারী কেন ওই ভবনে হত্যাযজ্ঞ চালালেন সেটি এখনো নিশ্চিত নয়।

নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের বয়স ছিল মাত্র ৩৬ বছর। তিনি বাংলাদেশি ইমিগ্রেন্ট ছিলেন। নিউইয়র্ক সিটি পুলিশে তিন বছরের বেশি সময় ধরে কাজ করছিলেন তিনি। হামলার দিন তার ডিউটি ছিল ব্রঙ্কসের ৪৭ প্রিসেঙ্কটে। কিন্তু হামলার সময় তিনি ৩৪৫ পার্ক অ্যাভ ভবনে কাজ করছিলেন।

দিদারুলের দুই সন্তান রয়েছে। তার স্ত্রী গর্ভবতী। তিনি তৃতীয় সন্তানের বাবা হতেন।

নিউইয়র্ক পুলিশ কমিশনার দিদারুল সম্পর্কে বলেছেন, “আমরা তাকে যে কাজ করতে বলেছিলাম তিনি সেই কাজই করছিলেন। তিনি নিজেকে ঝুঁকির পথে রাখেন। তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তাকে ঠান্ডা মাথায় গুলি করা হয়েছে। তিনি হিরো হিসেবে বেঁচে ছিলেন, মারাও গেছেন হিরো হিসেবে।”

ওই বন্দুকধারীর পরিচয় জানতে পেরেছে পুলিশ। তার নাম শেন তামুরা। ২৭ বছর বয়সী এই হত্যাকারী লাস ভেগাসের বাসিন্দা। নেভাডা রাজ্যে তার অস্ত্রের লাইসেন্স রয়েছে। এছাড়া তার মানসিক সমস্যার রেকর্ডও রয়েছে। তবে মানসিক সমস্যার কারণে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন কি না সেটি নিশ্চিত নয়।

ন্যক্কারজনক এ হত্যাকাণ্ড ঘটানোর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়েছেন তিনি। সর্বশেষ নিউইয়র্কে এসে মানুষ খুন করেছেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুমিল্লা বোর্ডসেরা শিক্ষার্থী কিশোরগঞ্জের কন্যা ক্যাডেট রাইতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের মেয়ে ক্যাডেট রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের এসএসসি ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ...

ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে...

নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল খেলা বাতিল, খেলোয়াড়দের ক্ষোভ

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা’ মাঠের অনুপযুক্ততার অজুহাতে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ। পরিবর্তে...

কোন দাবি থেকেই আমরা সরে আসিনি: নাহিদ ইসলাম

নরসিংদী প্রতিনিধি :-জাতীয় নাগরিক পার্টির আহব্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা...

সম্পর্কিত নিউজ

কুমিল্লা বোর্ডসেরা শিক্ষার্থী কিশোরগঞ্জের কন্যা ক্যাডেট রাইতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাঝুড়ী ইউনিয়নের মেয়ে ক্যাডেট রাইতা রাজাধী রাজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে...

ঝিকরগাছায় স্থানীয় সরকার নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা

বেনাপোল প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ...

নোবিপ্রবিতে জুলাই স্মৃতি ফুটবল খেলা বাতিল, খেলোয়াড়দের ক্ষোভ

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা’...