চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারসহ দুইপক্ষের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার গহিরা ইউনিয়নের সত্তারঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী এবং বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মারা যান। আজ মঙ্গলবার তার কবর জিয়ারতের উদ্দেশ্যে পৌরসভার বড়বাড়ি পাড়াতে যাচ্ছিলাম। গহিরা সত্তারঘাট ব্রিজ পাড় হলে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে তাঁর সন্ত্রাসী বাহিনী আমার গাড়িবহরে হামলা চালায়।
তিনি বলেন, আমি গাড়ি থেকে নামলে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়। একটি গুলি আমার ঘাড় ঘেঁষে চলে যায়। এতে আমিসহ আমার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।