রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর, যুক্তরাষ্ট্রের হাওয়াই, আলাস্কা ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাগুলোয় সুনামি সর্তকতা জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিনদের মনোবল ঠিক রাখতে ও নিরাপদে থাকতে বলেছেন।
বুধবার ( ৩০ জুলাই ) নিজের মালিকানাধিন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।
এর আগে রাশিয়ার পূর্ব উপকূলে স্থানীয় সময় বুধবার সকাল ৮ ঘটিকায় ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস শুরুতে বলেছিল, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৮। পরে তা সংশোধন করে ৮ দশমিক ৭ করা হয়। পরবর্তীতে তারা আবারও সংশোধন করে ৮ দশমিক ৮ করে। যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি ষষ্ঠ।
সংস্থাটি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার বা প্রায় ৮৫ মাইল পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে। ভূমিকম্পের পর রাশিয়া ও জাপানের উপকূলে সুনামি আঘাত হেনেছে।