কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রাফিতি ও ক্যালিগ্রাফি এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের ফলাফল প্রকাশিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো.ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শেখ উমামা, দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্বিতীয় শ্রেণির সাইফ এবং তৃতীয় স্থান অধিকার করেছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রুশা। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে পঞ্চম শ্রেণির শেখ জুমানা, দ্বিতীয় স্থান অর্জন করেছে চতুর্থ শ্রেণির রাহি এবং তৃতীয় স্থান অর্জন করেছে পঞ্চম শ্রেণির মোছাঃ মাইশা। সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘গ’ গ্রুপে প্রথম হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খাদিজা তারান্নুম, দ্বিতীয় স্থান অর্জন করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আয়েশা তাবাসসুম এবং তৃতীয় হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী খোন্দকার লামিয়া।
গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তি খাতুন, দ্বিতীয় হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের সুদীপ রায় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাসিব রামিম।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াছিন আরাফাত, দ্বিতীয় স্থান অর্জন করেছে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.রবিউস সানি জোহা এবং তৃতীয় হয়েছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ রাকিব উদ্দিন।
জানা গেছে, বিজয়ী শিক্ষার্থীদের ৫ আগস্ট আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।