লক্ষ্মীপুরে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণকে প্রতিপাদ্য নিয়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।
শনিবার (২ আগস্ট) সকালে শহর ও জেলা শিবিরের ব্যানারে দক্ষিণ তেমুহনী থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।
এসময় মিছিল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেয় শিবিরের নেতাকর্মীরা। একইসাথে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগানে মুখরিত হয়ে উঠে।
র্যালিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর জামায়াতের সেক্রেটারী হারুনুর রশিদ, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন, সেক্রেটারী আব্দুল আউয়াল হামদু, জেলা শিবিরের সভাপতি আব্দুর রহমান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক আহবায়ক আরমান হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।