আমার ছেলে কোনো দলের জন্য নয়, দেশের জন্য আন্দোলনে গিয়েছিল। ৪ আগস্ট তার শরীরে হাত দিয়ে শুধু রক্ত আর রক্ত দেখেছি। এভাবেই বেদনার্ত কণ্ঠে স্মৃতিচারণ করছেন ‘জুলাই আন্দোলন’-এ শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা ফাতেমা আক্তার।
শনিবার (২ আগস্ট) সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশে বক্তব্যে কালে এসব কথা বলেন তিনি।
ফাতেমা আক্তার বলেন,আমার ছেলে আন্দোলনে যাওয়ার আগে আমার কাছ থেকে একটা হিজাব চেয়ে নেয়। সালাম করে বলে, ‘আমরা না গেলে কে যাবে? দেশটা আমাদের।’ আমি মানা করেছিলাম, সে শোনেনি।
আজ অনেকে পাশে দাঁড়াতে চায় উল্লেখ করে তিনি বলেন, আমাদের সন্তানদের রক্তের উপর নতুন বাংলাদেশ দাড়িয়ে। আমাদের পাশে দাড়ানোর প্রয়োজন নেই, কারণ আমরাই এদেশের মালিক।
শ্রাবনের গুলি লাগার বিষয়ে বলেন, মহিপালের ‘ইত্যাদি হোটেল’র সামনে প্রথম দুটি গুলি খায়, পরে পাসপোর্ট অফিসের সামনে আরও চারটি গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়ে। এছাড়া সেদিন মসজিদের ইমামকে বাধ্য করা হয়েছিল যেন তিনি বাইরে না বলে শ্রাবনের কয়টা গুলি লেগেছে।
বিচারের বিষয়ে আক্ষেপ নিয়ে বলেন, আমরা বিচার চাই অথচ আমাদের বারবার রাস্তায় নামতে হয়, সনদের জন্যও নামতে হয় মাঠে।
এছাড়া জুলাইকে সম্মান করতে না জানলে আপনারা লাঞ্ছিত হবেন। বিপ্লবীদের ভুলে গেলে চলবে না। ভুললে সেই বিপ্লবীদের এবং তাদের মায়েদের অভিশাপ আপনাদের ঘিরে ধরবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী নারী,আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের মায়েরা।